ব্রাহ্মণপাড়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত

মোঃ বাছির উদ্দিন।।
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের অন্যতম শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৩টায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মিলনায়তনে এই দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ বেলাল হোসাইন এবং নাতে-রাসূল পরিবেশন করেন মোঃ সোহেল রানা। অনুষ্ঠানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও কেন্দ্রীয় ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট ডক্টর মোবারক হোসাইন।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মোশারফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আবু কাউছার আরমান।

বক্তব্য রাখেন শিদলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আবু কাউছার সরকার, সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম সরকার। সম্মেলনে আগামী ২০২৫-২০২৬ সেশনে মাওলানা মোঃ রফিকুল ইসলাম ভূইঁয়াকে সভাপতি ও মোঃ কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন। নবনির্বাচিত সাধারণ সম্পাদককে শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম ভূইঁয়া।

এছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নের নবনির্বাচিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি ঘোষণা করা হয়। এসময় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নের্তৃবৃন্দ ও শ্রমজীবীরা উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page