
মো.বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে প্রশাসনের মাদক ও চোরাচালানবিরোধী টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকোলেট ও কসমেটিক্সসহ চোরাচালান মালামাল উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদের নের্তৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার শশীদল ইউনিয়নের রেলস্টেশনে মাদক ও চোরাচালানবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানে নের্তৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ। এসময় ১৩ বস্তা ও ২১ কার্টুন ভারতীয় কসমেটিক্স ও চকোলেট চোরাই মালামাল আটক করা হয়।
অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা সহযোগিতা করেন।