ব্রাহ্মণপাড়ায় র‍্যাবের অভিযানে বিভিন্ন মাদকদ্রব্যসহ ব্যবসায়ী মনির গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির হোসেন কে গ্রেপ্তার করেছে র‍্যাব

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্যসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির হোসেন (৬৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

গত সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর তেতাভূমি এলাকা থেক তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ৯ বোতল স্ক্যাফ সিরাপ, ১২ বোতল ফেনসিডিল, ৬ বোতল কিংফিশার বিয়ার ও ১২ টি ৫০০ গ্রাম ওজনের কিংফিশার ক্যান জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া মনির হোসেন উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী উত্তর তেতাভূমি গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর হাবিলদার মো. সেজনু মিয়া।

পরে র‍্যাব-৯ একইদিন (সোমবার) রাতে গ্রেপ্তার হওয়া মনির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের নিকট সোপর্দ করেন।

থানা পুলিশ সূত্র জানায় গেছে, র‍্যাব-৯ কর্তৃক গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী মনির হোসেনকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page