ভারতের আগরতলা রেল স্টেশনে ৩ বাংলাদেশি আটক

আবদুল মুমিন, আগরতলা।।
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা রেল স্টেশন থেকে ৩ বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বহিনীর সদস্যরা। আটকৃতদের মধ্যে বাংলাদেশী ১জন শিশু, ১ জন নারী ও ১ জন পুরুষ। এছাড়া তাদের সাথে এক ভারতীয় দালালকেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে তাদের আটক করা হয়। আটককৃতরাে হলো- চট্টগ্রামের শ্রী রুবেল দাস (২৬), শ্রীমতি অপি রানী দাস (২২) তার ছেলে আরকিত (০৩)। ভারতীয় দালাল শ্রী প্রদীপ দাস (৩৯)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা জি আর পি এস, আগরতলা আর পি এফ, বি এস এফ এবং গোয়েন্দা বিভাগ মিলে আগরতলা রেল স্টেশনে অভিযান চালায়। অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা পাসপোর্ট ছাড়া অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। এবং তারা ট্রেনে করে বহীরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। প্রাথমিক জিজ্ঞাসায় তারা বলে কলকাতা যাবে।

জি আর পি থানার অফিসার এর টিম তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আগরতলা জিআরপি থানায় এবং এই মামলার সঙ্গে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে, এখন পর্যন্ত পুলিশ টিম অনুমান করছে আরো তথ্য বেরিয়ে আসতে পারে তাদের থেকে।

এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আগামীকাল উনাদের কে মহামান্য আদালতে প্রেরণ করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page