ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদের নির্বাচনী তফসিল, ভোট গ্রহণ ১৩ ডিসেম্বর

আশরাফুল হক।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনের তফসিল শনিবার ঘোষণা করা হয়েছে। কলেজটির নির্বাচন কমিশনার সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মোশাররফ হোসেন ভুঁইয়ার স্বাক্ষরিত এক নোটিশে এ ঘোষণা দেওয়া হয়।

সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক (মহিলা) ও কোষাধ্যক্ষ সহ মোট ৪ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার তালিকা প্রকাশ ৬ই ডিসেম্বর রবিবার ও মনোনয়ন পত্র জমাদান ৯ ই ডিসেম্বর বুধবার ও একই দিনে মনোনয়নপত্র বাচাই পর্ব অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ই ডিসেম্বর বৃহস্পতিবার ও একই দিনে চুড়ান্ত প্রার্থী তালিকা কলেজের ওয়েবসাইট, শিক্ষক মিলনায়তন, উচ্চ মাধ্যমিক শাখার নোটিশ ফাইল, ডিগ্রি শাখার পরিক্ষা নিয়ন্ত্রণ কক্ষের নোটিশ ফাইল ও শিক্ষক পরিষদের ফেসবুক পেইজে প্রকাশ করা হবে।

এছাড়া, ১৩ ডিসেম্বর রবিবার কলেজের উচ্চমাধ্যমিক শাখার শিক্ষক মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলবে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। একই দিন নির্বাচন শেষে ভোট গননার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

You cannot copy content of this page