মাতৃভাষা দিবসে মনোহরগঞ্জে শতাধিক শিশু শিক্ষার্থী পেল পুরষ্কার

মো. হাছান।।
বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে কুমিল্লার মনোহরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিশু শিক্ষার্থী পেল পুরষ্কার।

২১ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০টায় উপজেলা সদরের লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষে এসব শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

এ সময় বিদ্যালয়ের দুই বিদায়ী শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া জাতীয় শিক্ষা পদক ২০২৪ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম কে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রদান করা হয় সম্মাননা স্মারক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবদুল গাফফার সুমন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মোহাম্মদ জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ জসীম উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাওলানা শাহাবুদ্দিন হায়দার প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন, অভিভাবক সদস্য কবির হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোজাম্মেল হক, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম, মোসাম্মৎ রোকেয়া বেগম, ঝর্ণা আক্তার, হাবিবা আক্তার, সানজিদা আক্তারসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page