মুরাদনগরে একুশের প্রভাত ফেরি আয়োজন

মনির খাঁন।।
বাঙ্গালীর একুশে ফেব্রুয়ারির সঙ্গে ভোরে খালি পায়ে প্রভাতফেরি আর ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী’গান অঙ্গাঙ্গিভাবে জড়িত। একুশের সেই আবেগ যা ভাষা দিবসের মূল চেতনার আজ-কুমিল্লার মুরাদনগর উপজেলায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের প্রভাতফেরি আয়োজন করা হয়েছে। অত্যন্ত ভাব গম্ভীর পরিবেশে আয়োজনে প্রভাতফেরিতে আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, এই গান ছিল সকলের কণ্ঠে।

মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিল্পকলা একাডেমি এবং মুরাদনগর লাইভ.টিভির সার্বিক সহযোগীতায় এই প্রভাতফেরি আয়োজন করা হয়। প্রভাতফেরিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রভাতফেরিতে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমূল হুদা, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, বাংলাদেশ কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধূরী, মুরাদনগর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য বেলাল উদ্দিন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আনিছুর রহমান, শিশু-কিশোর ও পরিবারসহ সবান্ধব বিপুলসংখ্যক সংস্কৃতিকর্মী, লেখক সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব ও মূলধারার মানুষের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page