মুরাদনগরে জামায়াতের শোকরানা মিছিল

এন এ মুরাদ।।
স্বাধীন দেশের নাগরিক হয়ে পরাধীনতার একচ্ছত্র শাসন থেকে ১৬ বছর মুক্তি লাভ করে শোকরানা মিছিল ও আলোচনা সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর।

শনিবার সকাল ১০ টায় মুরাদনগর উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে এ মিছিল করেন তারা। এসময় হাজারো জামায়াত কর্মী মিছিলে অংশ নেয়। গগণ বিদারী শ্লোগানে প্রকম্পিত হয় মিছিলের জনপদ। দীর্ঘদিন পর জামায়াতের এমন মিছিল সর্বস্তরের মানুষের নজর কাড়ে।

দীর্ঘ ১৬বছরের দমন-পীড়নের পর মুরাদনগর আল্লাহর চত্বরে এসে আলোচনা সভা করেন কারা নির্যাতিত নেতাকর্মীরা। উক্ত আলোচনা সভায় ব্যবসায়ী ফোরাম মুরাদনগর উপজেলা শাখার সভাপতি জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার আমির মো.ইলিয়াস হোসাইন, মুরাদনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কারা নির্যাতিত নেতা ইউসুফ হাকিম সোহেল ও মুরাদনগর উপজেলার সাবেক আমির মনসুর মিয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা সহ- সেক্রেটারী মাহবুব আলম মুন্সী, সূরাহ সদস্য মাওলানা সামির হোসাইন , শাহজাহান মাষ্টার, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী মো. খোরশেদ আলম, আবু বক্করসহ আরো অনেকে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page