মুরাদনগরে পুলিশের উদ্যোগে জমিসহ বসতঘর পেয়েছে একটি দরিদ্র পরিবার

মনির খাঁন, (কুমিল্লা) মুরাদনগর উপজেলা প্রতিনিধি।
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বসতঘর পাচ্ছে মুরাদনগর থানাধীন ১৫ নং পশ্চিম ইউনিয়নের একটি হতদরিদ্র পরিবার। রবিবার (১০ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসিম।

পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদনগর থানাধীন বাহারামের কান্দা এলাকায় সিরিজ মিয়ার ছেলে গোলাম মুস্তাফা।একটি হতদরিদ্র পরিবারকে সুদৃশ্য গৃহ হস্তান্তর করা হয়। মুজিব – শতবর্ষে ‘ বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা ‘মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের সহায়ক হিসেবে বাংলাদেশ পুলিশ সারাদেশে প্রতিটি থানায় একটি করে হতদরিদ্র পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়ার প্রকল্প গ্রহন করে।

এ প্রকল্পের আওতায় প্রত্যেক থানায় একটি হতদরিদ্র পরিবারকে নূন্যতম এক কাঠা জমি ক্রয় করে আনুমানিক ৪১৫ বর্গফুট আয়তনের দুই কক্ষ, রান্নাঘর ও টয়লেট বিশিষ্ট একটি গৃহ নির্মাণ করে দেয়ার হয়। বর্তমানে প্রকল্পের ঘরগুলি হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসিম বলেন, মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তর শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে।আজ ১০ এপ্রিল উদ্বোধনের পর উপকারভোগীদের নিকট ঘর জমিসহ হস্তান্তর করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page