০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নিয়ে গুনলেন জরিমানা

  • তারিখ : ১১:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • 29

মনির হোসাইন।।
ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাস কাউন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। এসময় যানবাহনের স্বাভাবিক গতি বজায় রাখতে হাইওয়ের উপর স্থাপিত অবৈধ বাজার ও সিএন জি, অটো-রিকশা সরিয়ে নেয়ার নির্দেশনা দেওয়ার পাশাপাশি অবৈধ গাড়ি পার্কিং অপসারণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানান, BRTA কর্তৃক নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৪ ধারা লঙ্ঘনের দায়ে ৮০ ধারায় রয়েল কাউন্টারকে ৫ হাজার টাকা এবং প্রান্তিক কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পাশাপাশি যাত্রীদের নিকট হতে আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদেরকে ফেরত দেওয়া হয়েছে এবং যাত্রীরা যেন অতিরিক্ত ভাড়া না দেয় সে ব্যাপারে সচেতন করা হয়েছে।জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানে উপজেলা প্রশাসন, বিআরটিএ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!

মুরাদনগরে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নিয়ে গুনলেন জরিমানা

তারিখ : ১১:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

মনির হোসাইন।।
ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাস কাউন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। এসময় যানবাহনের স্বাভাবিক গতি বজায় রাখতে হাইওয়ের উপর স্থাপিত অবৈধ বাজার ও সিএন জি, অটো-রিকশা সরিয়ে নেয়ার নির্দেশনা দেওয়ার পাশাপাশি অবৈধ গাড়ি পার্কিং অপসারণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানান, BRTA কর্তৃক নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৪ ধারা লঙ্ঘনের দায়ে ৮০ ধারায় রয়েল কাউন্টারকে ৫ হাজার টাকা এবং প্রান্তিক কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পাশাপাশি যাত্রীদের নিকট হতে আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদেরকে ফেরত দেওয়া হয়েছে এবং যাত্রীরা যেন অতিরিক্ত ভাড়া না দেয় সে ব্যাপারে সচেতন করা হয়েছে।জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানে উপজেলা প্রশাসন, বিআরটিএ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।