মুরাদনগরে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিট পুলিশিং সভা

মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে সহিংসতামুক্ত, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ইউপি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

বাখরাবাদ বাজার কমিটির সহ-সভাপতি আমিরুল ইসলাম আয়নলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী মো: আব্দুর রহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) সুবাস চন্দ্র সাহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মো: জাহিদুল ইসলাম, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাশিম।

এসময় বক্তারা বলেন- এ উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রস্তুত রয়েছে। এবং যারা আইনশৃঙ্খলার অবনতি করেবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন উপলক্ষে কোন প্রকার মারামারি ও দেশীয় অস্ত্র প্রদর্শন যারা করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। যেসব প্রার্থীর বহিরাগত লোকজন এলাকায় আনবে তাদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি দেওয়া হয়।

এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- একেএম সফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহাম্মদ, আমজাদ হোসেন সরকার, আমির হোসেন, এবিএম সিদ্দিকুর রহমান, খলিলুর রহমান, কামাল হোসন।

এসময় ইউপি সদস্য প্রার্থী ও সংরক্ষিত সদস্য প্রার্থীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: এ উপজেলায় আগামী ৩১জানুয়ারি ২২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২১টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মামলা সংক্রান্ত জটিলতায় মুরাদনগর সদর ইউনিয়নে আপাতত নির্বার্চন অনুষ্ঠিত হচ্ছে না।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page