মুরাদনগরে ১১শত পিচ ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

মুরাদনগর উপজেলার প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পৃথক দুইটি অভিযান চালিয়ে ১১শ’ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার বিকেলে জেলা গোয়েন্দা কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলো, উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আলালের কান্দি গ্রামের মৃতঃ কুদ্দুস মিয়ার ছেলে মোতালিব মিয়া(৩০) ও পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের উত্তর নোয়াগাঁও গ্রামের মৃতঃ সামসুজ্জামান ছেলে নাছির মিয়া।

কুমিল্লা জেলা গোয়েন্দা কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বলেন, কিছু মাদকের চালান আটককৃততের বাড়িতে আসছে, এমন গোপন সংবাদের বিত্তিতে কুমিল্লা জেলা গোয়েন্দা উপ-পরিদর্শক (ডিবি) সাইদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলার উত্তর নোয়াগাঁও গ্রামে নাছির মিয়ার বাড়ী থেকে ৬শ’পিচ ও আলালের কান্দি গ্রামের মোতালিব মিয়ার বাড়ী থেকে ৫শ’ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করে। তারা পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় পুলিশ উপ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইটি মামলা দায়ের করেন। বুধবার দুপুরে আটক দুইজনকে বিজ্ঞ-আদালতে সোপর্দ করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page