০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে প্রথমবারের মতো সিরাত পাঠ প্রতিযোগিতা ও কনফারেন্স অনুষ্ঠিত কুমিল্লায় ভুতুড়ে বিদ্যুৎ বিল: ১ লাখ ৬৭ হাজার থেকে কমে ২ হাজার ৬০০ টাকা কুমিল্লার মুরাদনগরে অপহরণের পর যুবক খুন, ৩৬ দিন পর কঙ্কাল উদ্ধার কুমিল্লায় আ. লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫ বুড়িচংয়ে পূজা উদযাপনে থাকবে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা বলয় বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ ইমোর মাধ্যমে প্রবাসীর সঙ্গে পরিচয়, কুমিল্লার দুলাল হত্যার পেছনের মূল কারণ কুমিল্লার মনোহরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

মোরগ যুদ্ধে ব্রাহ্মণবাড়ীয়াকে হারিয়ে চ্যাম্পিয়ণ কুমিল্লা

  • তারিখ : ০৬:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • 10

মাহফুজ নান্টু, কুমিল্লা।।
ঐতিহ্যবাহী মোরগযুদ্ধে ব্রাহ্মণবাড়ীয়াকে হারিয়ে চ্যাম্পিয়ণ হয়েছে কুমিল্লা। পরে চ্যাম্পিয়ণ দল জহির ব্রাদার্স আসিল ক্লাব ( JAC) কে বিজয়ী ট্রফি তুলে দেয়া হয়।

শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়ীয়া সদর থানার পাশে তিতাস নদীর পাড়ে মোরগযুদ্ধটি অনুষ্ঠিত হয়। মোরগযুদ্ধে জহির ব্রাদার্স আসিল ক্লাব ও ব্রাহ্মণবাড়ীয়া সূর্যের কিরণ আসিল ক্লাবের ৭ করে মোট ১৪ টি মোরগ অংশগ্রহণ করে।

খেলায় কুমিল্লার পক্ষ থেকে মেজর ২ নামে একটি মোরগ ব্রাহ্মণবাড়ীয়া দলের শক্তিশালি মোরগ কে হারিয়ে প্রথম বিজয় আনে। দ্বিতীয় ধাপে মাত্র ১ মিনিটে ব্রাহ্মণবাড়ীয়া দলের আরেকটি মোরগ হারিয়ে দ্বিতীয় বিজয় নিয়ে আসে । এভাবে ৭ টিতে খেলা হয়। যার মধ্যে কুমিল্লা তিনটি বিজয়ী হয় এবং ৪ টিতে ড্র করে চ্যাম্পিয়ণ হয়।

বিকেলে বিচারক ব্রাহ্মণবাড়ীয়া বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা এবং আসিল ক্লাবের পৃষ্ঠপোষক মোঃসেলিম মিয়া বিজয়ী কুমিল্লা দলের হাতে পুরস্কার তুলেদেন।

এ সময় কুমিল্লা চ্যাম্পিয়ন দল জহির ব্রাদার্স আসিল ক্লাবের সভাপতি মোঃ জহির মিয়া, সাধারণ সম্পাদক সুমন চৌধুরী সম্মাননা পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন শরীফ আনোয়ার, জামাল সওদাগর, মোবারক হোসেন , স্বপণ মিয়া, টিটু, সিয়াম, সোহেল, আনিস,ফারুক,জুম্মন,মিঠুন,দীপু শাহ দাদা সহ অন্যান্যরা।

error: Content is protected !!

মোরগ যুদ্ধে ব্রাহ্মণবাড়ীয়াকে হারিয়ে চ্যাম্পিয়ণ কুমিল্লা

তারিখ : ০৬:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২

মাহফুজ নান্টু, কুমিল্লা।।
ঐতিহ্যবাহী মোরগযুদ্ধে ব্রাহ্মণবাড়ীয়াকে হারিয়ে চ্যাম্পিয়ণ হয়েছে কুমিল্লা। পরে চ্যাম্পিয়ণ দল জহির ব্রাদার্স আসিল ক্লাব ( JAC) কে বিজয়ী ট্রফি তুলে দেয়া হয়।

শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়ীয়া সদর থানার পাশে তিতাস নদীর পাড়ে মোরগযুদ্ধটি অনুষ্ঠিত হয়। মোরগযুদ্ধে জহির ব্রাদার্স আসিল ক্লাব ও ব্রাহ্মণবাড়ীয়া সূর্যের কিরণ আসিল ক্লাবের ৭ করে মোট ১৪ টি মোরগ অংশগ্রহণ করে।

খেলায় কুমিল্লার পক্ষ থেকে মেজর ২ নামে একটি মোরগ ব্রাহ্মণবাড়ীয়া দলের শক্তিশালি মোরগ কে হারিয়ে প্রথম বিজয় আনে। দ্বিতীয় ধাপে মাত্র ১ মিনিটে ব্রাহ্মণবাড়ীয়া দলের আরেকটি মোরগ হারিয়ে দ্বিতীয় বিজয় নিয়ে আসে । এভাবে ৭ টিতে খেলা হয়। যার মধ্যে কুমিল্লা তিনটি বিজয়ী হয় এবং ৪ টিতে ড্র করে চ্যাম্পিয়ণ হয়।

বিকেলে বিচারক ব্রাহ্মণবাড়ীয়া বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা এবং আসিল ক্লাবের পৃষ্ঠপোষক মোঃসেলিম মিয়া বিজয়ী কুমিল্লা দলের হাতে পুরস্কার তুলেদেন।

এ সময় কুমিল্লা চ্যাম্পিয়ন দল জহির ব্রাদার্স আসিল ক্লাবের সভাপতি মোঃ জহির মিয়া, সাধারণ সম্পাদক সুমন চৌধুরী সম্মাননা পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন শরীফ আনোয়ার, জামাল সওদাগর, মোবারক হোসেন , স্বপণ মিয়া, টিটু, সিয়াম, সোহেল, আনিস,ফারুক,জুম্মন,মিঠুন,দীপু শাহ দাদা সহ অন্যান্যরা।