যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় দোয়া

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া।।
যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় যুগান্তর বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্বজন সমাবেশের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুগান্তর পত্রিকার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগান্তর পত্রিকার লিগ্যাল এডভাইজার এডভোকেট আব্দুল বারী, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল।

এসময় উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম টিটু, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল জলিল, মালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগান্তর পত্রিকার সার্কুলেশন নির্বাহী মো. কামাল হোসেন, যুগান্তর বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্বজন সমাবেশের আহবায়ক সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, যুবলীগ নেতা কাজী ফোরকান আহম্মেদ সবুজ, রফিকুল ইসলাম, সাংবাদিক যথাক্রমে আক্কাস আল মাহমুদ হৃদয়, মো. বাছির উদ্দিন, সাইফুল ইসলামসহ সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নুরুল ইসলামের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন অতিথিবৃন্দরা।

সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসমাইল হোসেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page