নেকবর হোসেন।।
রমজান মাসকে ঘিরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে নিত্যপণ্যের বাজারে তদারকি অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা ।
এসময় ৩ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, শনিবার নগরীর রাজগঞ্জ বাজারে তদারকির অভিযানে নিষিদ্ধ কসমেটিক ও অনুমোদনহীন প্রসাধনী বিক্রি করায় পরশমনি এন্টার প্রাইজকে চার হাজার টাকা, অতিরিক্ত মূল্যে বিক্রি করায় বকশি ব্রয়লার হাউজকে তিন হাজার টাকা ও অনুমোদনহীন বিদেশী খাদ্য পণ্য বিক্রি করায় নিউ দত্ত স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং ব্যবসায়ীদের সচেতন করে প্রচারনা চালানো হয়।
অভিযানে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক একে আজাদ,ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরো দেখুন:You cannot copy content of this page