নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন বলেছেন, ছয় দফা, ঊনসত্তরের গণআন্দোলন, মুক্তিযুদ্ধ এবং মহান স্বাধীনতা অর্থাৎ বাঙালি জাতির জন্মলগ্নের গুরুত্বপূর্ণ সময়ে শেখ রাসেলের জন্ম ও বেড়ে ওঠা।
যে ফুলটি প্রস্ফুটিত হওয়ার কথা ছিল, সেটি কলিতে হারিয়ে গেছে। বর্তমান প্রজন্মের শিশু কিশোরদের উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে শিশু-কিশোরদের মাঝে শেখ রাসেলের স্মৃতি অম্লান হয়ে থাকবে।
তিনি আরও বলেন, আলোচনা সভায় নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, পৃথিবীর ইতিহাসে অনেক দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী খুন হওয়ার ইতিহাস রয়েছে। কিন্তু বাংলাদেশের স্থপতি ও তার পরিবারকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এ ইতিহাস বিরল।
জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্য হচ্ছেন সকল দল-মতের উর্ধ্বে। তাঁরা সমগ্র জাতির অনুপ্রেরণা।
বুধবার (১৮ অক্টোবর) জাতিরপিতার কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আয়োজন কমিটির আহবায়ক ও অর্থনীতি বিভাগের প্রভাষক নার্গিস আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আবু নাঈম আল মামুন, গনিত বিভাগের প্রভাষক কাজী মোহাম্মদ ফারুক, পদার্থবিজ্ঞান বিভাগের প্রদর্শক মোহাম্মদ মনির হোসেন ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক কামাল উদ্দিন জাফরী । অনুষ্ঠান সঞ্চালনা করেন চারু ও কারুকলা বিভাগের প্রভাষক ঝুমুর দাশ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। দিবসটি উপলক্ষ্যে কলেজ ক্যম্পাসে বৃক্ষরোপণ করা হয়।
আরো দেখুন:You cannot copy content of this page