০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা জেলা বইমেলা ২০২৫–এ আবৃত্তি সংসদের মনোমুগ্ধকর পরিবেশনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাহরাস্তিতে বিএনপি’র মিলাদ ও দোয়া কুমিল্লায় মায়ের সামনে এসিল্যান্ডের গাড়িচাপায় দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ১৭তম কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ দলের জার্সি উন্মোচন জগন্নাথপুরে ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নাতে মোস্তফা মাহফিল বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব নিহত বুড়িচংয়ে হুইলচেয়ার, সেলাই মেশিন ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করলেন ড. মোবারক হোসেন ধানের শীষের প্রার্থী ড. মোশাররফ হোসেনের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ শুরু দাউদকান্দিতে নিসচা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাইলেন্স স্মাইলে ৫৮ জন সুবিধাবঞ্চিত শিশু পেলো ঈদের নতুন জামা

  • তারিখ : ১২:১৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • 39

মাহফুজ নান্টু, কুমিল্লা।

রঙিন জামা পেয়ে উচ্ছাসিত মোসাঃ সীমা আক্তার। তার বাবা আরেক সংসারে আছে। মা শাহিদা আক্তার অন্যের বাড়ীতে কাজ করেন। সীমার ছোট বোন মীনা আক্তারও পেলো নতুন জামা। তাদের আনন্দ যেন চোখে মুখে উপচে পড়ছিলো।

এমন অন্তত ৫৮ জন শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক তুলে দিলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪।

২০১৮ সাল থেকে শুরু হওয়া এই ইভেন্টের প্রতিপাদ্য হলো সাইলেন্স স্মাইল।

শুক্রবার বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালা “মানুষ”সংগঠনের ৫৮জন শিশুকে নতুন জামা উপহার দেওয়া হয়।

এ সময় এতে উপস্থিত ছিলেন সংগঠনের ভোকাল পয়েন্ট মিথিলা মজুমদার মুমু, ভোকাল পয়েন্ট মো একরাম হোসেন। আরো উপস্থিত ছিলেন কামাল খান বুলি, সায়েব বাপ্পী, আরিফুর রহমান উজ্জ্বল ও মানুষ সংগঠনের সদস্য শাহজাহান,এবং আবুল বাশার প্রমুখ।

সংগঠনটির ভোকাল পয়েন্ট মিথিলা মজুমদার মুমু জানান, প্রতি বছরই আমরা এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ গ্রুপের সারা দেশের বন্ধুরা এক হয়ে আমরা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক তুলে দেই। এবার বরুড়া উপজেলার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোষাক তুলে দেই৷ এছাড়াও যেখানে সুবিধা শিশুদের পেয়েছি তাদের হাতেও নতুন পোষাক তুলে দিয়েছি।

এ বছর শুধু কুমিল্লা নয় সাইলেন্ট স্মাইল কার্যক্রমটি একযোগে ঢাকা, চট্টগ্রাম, সিলেটেও করা হয়েছে।

error: Content is protected !!

সাইলেন্স স্মাইলে ৫৮ জন সুবিধাবঞ্চিত শিশু পেলো ঈদের নতুন জামা

তারিখ : ১২:১৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২

মাহফুজ নান্টু, কুমিল্লা।

রঙিন জামা পেয়ে উচ্ছাসিত মোসাঃ সীমা আক্তার। তার বাবা আরেক সংসারে আছে। মা শাহিদা আক্তার অন্যের বাড়ীতে কাজ করেন। সীমার ছোট বোন মীনা আক্তারও পেলো নতুন জামা। তাদের আনন্দ যেন চোখে মুখে উপচে পড়ছিলো।

এমন অন্তত ৫৮ জন শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক তুলে দিলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪।

২০১৮ সাল থেকে শুরু হওয়া এই ইভেন্টের প্রতিপাদ্য হলো সাইলেন্স স্মাইল।

শুক্রবার বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালা “মানুষ”সংগঠনের ৫৮জন শিশুকে নতুন জামা উপহার দেওয়া হয়।

এ সময় এতে উপস্থিত ছিলেন সংগঠনের ভোকাল পয়েন্ট মিথিলা মজুমদার মুমু, ভোকাল পয়েন্ট মো একরাম হোসেন। আরো উপস্থিত ছিলেন কামাল খান বুলি, সায়েব বাপ্পী, আরিফুর রহমান উজ্জ্বল ও মানুষ সংগঠনের সদস্য শাহজাহান,এবং আবুল বাশার প্রমুখ।

সংগঠনটির ভোকাল পয়েন্ট মিথিলা মজুমদার মুমু জানান, প্রতি বছরই আমরা এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ গ্রুপের সারা দেশের বন্ধুরা এক হয়ে আমরা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক তুলে দেই। এবার বরুড়া উপজেলার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোষাক তুলে দেই৷ এছাড়াও যেখানে সুবিধা শিশুদের পেয়েছি তাদের হাতেও নতুন পোষাক তুলে দিয়েছি।

এ বছর শুধু কুমিল্লা নয় সাইলেন্ট স্মাইল কার্যক্রমটি একযোগে ঢাকা, চট্টগ্রাম, সিলেটেও করা হয়েছে।