০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
“যারা পিআর পদ্ধতি চায় না’ তারা দেশের মঙ্গল চায় না” – সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ব্রাহ্মণপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হোমনায় পিকআপ ভ্যান থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে ‘ভুয়া বিএনপি’ বললেন সেলিম ভুঁইয়া অবৈধ অনুপ্রবেশে আটক ৫ বাংলাদেশিকে কুমিল্লা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর দুর্ঘটনার পর বড় পদক্ষেপ: কুমিল্লায় সব হোটেলের বাস কাউন্টার অপসারণ; নতুন ইউটার্নের ঘোষণা কুমিল্লার বুড়িচংয়ে লরির চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত কুমিল্লায় কনের বাড়িতে বরকে আটকে ১৫ লাখ টাকা জরিমানা অসহায় মানুষের পাশে দুর্বার বাংলাদেশ: প্রজেক্ট স্বাবলম্বী উদ্যোগে রিকশা প্রদান কুমিল্লার তিতাসে গ্রাম গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

সাইলেন্স স্মাইলে ৫৮ জন সুবিধাবঞ্চিত শিশু পেলো ঈদের নতুন জামা

  • তারিখ : ১২:১৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • 5

মাহফুজ নান্টু, কুমিল্লা।

রঙিন জামা পেয়ে উচ্ছাসিত মোসাঃ সীমা আক্তার। তার বাবা আরেক সংসারে আছে। মা শাহিদা আক্তার অন্যের বাড়ীতে কাজ করেন। সীমার ছোট বোন মীনা আক্তারও পেলো নতুন জামা। তাদের আনন্দ যেন চোখে মুখে উপচে পড়ছিলো।

এমন অন্তত ৫৮ জন শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক তুলে দিলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪।

২০১৮ সাল থেকে শুরু হওয়া এই ইভেন্টের প্রতিপাদ্য হলো সাইলেন্স স্মাইল।

শুক্রবার বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালা “মানুষ”সংগঠনের ৫৮জন শিশুকে নতুন জামা উপহার দেওয়া হয়।

এ সময় এতে উপস্থিত ছিলেন সংগঠনের ভোকাল পয়েন্ট মিথিলা মজুমদার মুমু, ভোকাল পয়েন্ট মো একরাম হোসেন। আরো উপস্থিত ছিলেন কামাল খান বুলি, সায়েব বাপ্পী, আরিফুর রহমান উজ্জ্বল ও মানুষ সংগঠনের সদস্য শাহজাহান,এবং আবুল বাশার প্রমুখ।

সংগঠনটির ভোকাল পয়েন্ট মিথিলা মজুমদার মুমু জানান, প্রতি বছরই আমরা এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ গ্রুপের সারা দেশের বন্ধুরা এক হয়ে আমরা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক তুলে দেই। এবার বরুড়া উপজেলার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোষাক তুলে দেই৷ এছাড়াও যেখানে সুবিধা শিশুদের পেয়েছি তাদের হাতেও নতুন পোষাক তুলে দিয়েছি।

এ বছর শুধু কুমিল্লা নয় সাইলেন্ট স্মাইল কার্যক্রমটি একযোগে ঢাকা, চট্টগ্রাম, সিলেটেও করা হয়েছে।

error: Content is protected !!

সাইলেন্স স্মাইলে ৫৮ জন সুবিধাবঞ্চিত শিশু পেলো ঈদের নতুন জামা

তারিখ : ১২:১৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২

মাহফুজ নান্টু, কুমিল্লা।

রঙিন জামা পেয়ে উচ্ছাসিত মোসাঃ সীমা আক্তার। তার বাবা আরেক সংসারে আছে। মা শাহিদা আক্তার অন্যের বাড়ীতে কাজ করেন। সীমার ছোট বোন মীনা আক্তারও পেলো নতুন জামা। তাদের আনন্দ যেন চোখে মুখে উপচে পড়ছিলো।

এমন অন্তত ৫৮ জন শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক তুলে দিলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪।

২০১৮ সাল থেকে শুরু হওয়া এই ইভেন্টের প্রতিপাদ্য হলো সাইলেন্স স্মাইল।

শুক্রবার বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালা “মানুষ”সংগঠনের ৫৮জন শিশুকে নতুন জামা উপহার দেওয়া হয়।

এ সময় এতে উপস্থিত ছিলেন সংগঠনের ভোকাল পয়েন্ট মিথিলা মজুমদার মুমু, ভোকাল পয়েন্ট মো একরাম হোসেন। আরো উপস্থিত ছিলেন কামাল খান বুলি, সায়েব বাপ্পী, আরিফুর রহমান উজ্জ্বল ও মানুষ সংগঠনের সদস্য শাহজাহান,এবং আবুল বাশার প্রমুখ।

সংগঠনটির ভোকাল পয়েন্ট মিথিলা মজুমদার মুমু জানান, প্রতি বছরই আমরা এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ গ্রুপের সারা দেশের বন্ধুরা এক হয়ে আমরা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক তুলে দেই। এবার বরুড়া উপজেলার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোষাক তুলে দেই৷ এছাড়াও যেখানে সুবিধা শিশুদের পেয়েছি তাদের হাতেও নতুন পোষাক তুলে দিয়েছি।

এ বছর শুধু কুমিল্লা নয় সাইলেন্ট স্মাইল কার্যক্রমটি একযোগে ঢাকা, চট্টগ্রাম, সিলেটেও করা হয়েছে।