০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার দেবীদ্বারে বিনামূল্যে বিড়ালকে জলাতঙ্ক টিকা প্রদান দেশবরেণ্য বাউল শিল্পী কুমিল্লার ফজলুর রহমান বাবুল আর নেই নানা আয়োজনে কুমিল্লায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ১৩ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘সায়েন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড স্যাংকটিটি’ কনফারেন্স বাঙ্গরায় আহলে সুন্নাত ওয়াল জামাআত অফিসের শুভ উদ্বোধন চান্দিনায় সবুজ গাছের চারা হাতে নিয়ে মাদককে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

হত্যা মামলায় রিমান্ডে কুমিল্লার সাবেক এমপি নজরুল

  • তারিখ : ০৯:৫৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • 88

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার সাবেক সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুলকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. শাহজাহান নামে এক তরুণকে হত্যার মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন। নজরুল ইসলাম কুমিল্লা-৮ (বড়ুরা) আসনে নৌকার মনোনয়নে ২০০৮ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

জানা গেছে, শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার নাসিমুল আলম চৌধুরীকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই দুপুরে রাজধানীর মহাখালীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন শাহজাহান। চার দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ১৮ ডিসেম্বর শাহজাহানের পরিবার বাদী হয়ে হত্যা মামলা করে। সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন নজরুল। গত ৩০ ডিসেম্বর রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

error: Content is protected !!

হত্যা মামলায় রিমান্ডে কুমিল্লার সাবেক এমপি নজরুল

তারিখ : ০৯:৫৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার সাবেক সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুলকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. শাহজাহান নামে এক তরুণকে হত্যার মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন। নজরুল ইসলাম কুমিল্লা-৮ (বড়ুরা) আসনে নৌকার মনোনয়নে ২০০৮ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

জানা গেছে, শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার নাসিমুল আলম চৌধুরীকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই দুপুরে রাজধানীর মহাখালীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন শাহজাহান। চার দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ১৮ ডিসেম্বর শাহজাহানের পরিবার বাদী হয়ে হত্যা মামলা করে। সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন নজরুল। গত ৩০ ডিসেম্বর রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।