০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যারা নিজেদের স্বার্থে জনগণকে বঞ্চিত করে, তাদের বিএনপিতে ঠাঁই নেই -ইঞ্জিনিয়ার মমিনুল হক শাহরাস্তিতে গণঅভ্যুত্থান দিবসের র‍্যালিতে অংশ নিতে এসে যুবদল নেতার মৃত্যু চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বিএনপি এক-তৃতীয়াংশ আসন পেয়ে জয় লাভ করবে: ড. খন্দকার মারুফ হোসেন বুড়িচংয়ে মসজিদে ছুরিকাঘাতের ঘটনায় আসামী গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন দাউদকান্দিতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়েত ইসলামীর গণমিছিল দাউদকান্দিতে শহীদদের সমাধিতে প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ গণঅভ্যুত্থান দিবসে বুড়িচংয়ে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি: গণ-অভ্যুত্থান দিবসে কুবি ভিসি”

হত্যা মামলায় রিমান্ডে কুমিল্লার সাবেক এমপি নজরুল

  • তারিখ : ০৯:৫৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • 20

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার সাবেক সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুলকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. শাহজাহান নামে এক তরুণকে হত্যার মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন। নজরুল ইসলাম কুমিল্লা-৮ (বড়ুরা) আসনে নৌকার মনোনয়নে ২০০৮ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

জানা গেছে, শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার নাসিমুল আলম চৌধুরীকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই দুপুরে রাজধানীর মহাখালীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন শাহজাহান। চার দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ১৮ ডিসেম্বর শাহজাহানের পরিবার বাদী হয়ে হত্যা মামলা করে। সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন নজরুল। গত ৩০ ডিসেম্বর রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

হত্যা মামলায় রিমান্ডে কুমিল্লার সাবেক এমপি নজরুল

তারিখ : ০৯:৫৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার সাবেক সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুলকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. শাহজাহান নামে এক তরুণকে হত্যার মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন। নজরুল ইসলাম কুমিল্লা-৮ (বড়ুরা) আসনে নৌকার মনোনয়নে ২০০৮ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

জানা গেছে, শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার নাসিমুল আলম চৌধুরীকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই দুপুরে রাজধানীর মহাখালীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন শাহজাহান। চার দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ১৮ ডিসেম্বর শাহজাহানের পরিবার বাদী হয়ে হত্যা মামলা করে। সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন নজরুল। গত ৩০ ডিসেম্বর রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।