হত্যা মামলায় রিমান্ডে কুমিল্লার সাবেক এমপি নজরুল

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার সাবেক সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুলকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. শাহজাহান নামে এক তরুণকে হত্যার মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন। নজরুল ইসলাম কুমিল্লা-৮ (বড়ুরা) আসনে নৌকার মনোনয়নে ২০০৮ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

জানা গেছে, শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার নাসিমুল আলম চৌধুরীকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই দুপুরে রাজধানীর মহাখালীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন শাহজাহান। চার দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ১৮ ডিসেম্বর শাহজাহানের পরিবার বাদী হয়ে হত্যা মামলা করে। সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন নজরুল। গত ৩০ ডিসেম্বর রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page