হোমনায় দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় পঁচিশে যুগান্তর এ প্রতিপাদ্য নিয়ে আনন্দ শোভাযাত্রা ও কেক কেটে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী ও রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রা সহ উপজেলা পরিষদ মিলনায়নে কেক কেটে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।

দৈনিক যুগান্তর হোমনা প্রতিনিধি ও হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকারের সভাপতিত্বে হোমনা উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ক্ষেমালিকা চাকমা, সহকারি কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, হোমনা মেঘনা সার্কেলের এএসপি মো. আবদুল করিম, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম, উপজেলা জামাতের আমির মাওলানা সাইদুল হক, সেক্রেটারী কাজী ইব্রাহিম খলিল, গণ অধিকার পরিষদের সভাপতি রাজ আহাম্মেদ দুলাল, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক মো. সাইদুল ইসলাম, আলীআশ্রাফ, আবু ইউসুফ,কুমিল্লা উত্তর জেলা যুগান্তরের প্রতিনিধি মো. কবির হোসেন,তিতাস প্রতিনিধি মো. মহসিন মিয়া, হোমনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু,সেক্রেটারী মো. আক্তার হোসেন,থানা প্রেস ক্লাবের সভাপতি মো. কামাল হোসেন সহ হোমনা, মেঘনা ও তিতাস উপজেলার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পরে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুল এর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page