হোমনায় বেসরকারী ৪টি হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনার বেসরকারী ৪টি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকা, ল্যাব পরিচালনার টেকনিশিয়ান না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালনা করায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা সদরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান।

দন্ডিত প্রতিষ্ঠানগুলো হলো, হোমনা মর্ডান হসপিটাল (১লাখ টাকা), নিরাপদ হাসপাতাল ও ডায়গনেস্টিক সেন্টার ( ১০হাজার টাকা), খিদমা ডায়গনস্টিক সেন্টারকে (২০ হাজার টাকা), ও সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে (২০ হাজার টাকা)।

এ সময় সঙ্গে ছিলেন, হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মোহাম্মদ রাহিদুজ্জামান ও হোমনা থানা পুলিশ।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page