হোমনায় এশিয়ান টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সোনিয়া আফরিন।।
“আট পেরিয়ে নয়ে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন” এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমনদে,সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া,সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম,উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোতাহার হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের হোমনা প্রতিনিধি সৈয়দ আনোয়ার। উপস্থিত ছিলেন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর হোমনা (কুমিল্লা) প্রতিনিধি মো.আবদুল হক সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও আমাদের সময় হোমনা প্রতিনিধি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারন সম্পাদক ও বাংলাদেশের খবর এর প্রতিনিধি মো. আক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল বাশার মোল্লা, মো.মফিজুল ইসলাম গনি, মো.জসিম উদ্দিন সওদাগর, নাজিরুল হক ভূইয়া, মো.তাইজুল ইসলাম মোল্লা, কামরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি আবুল বাশার সরকার, সাংগঠনিক সম্পাদক মুকবুল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মোরশিদ আলম, হোমনা প্রেস ক্লাবের প্রকাশনা সম্পাদক ও আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি মো. তপন সরকার, সদস্য ডেইলী নিউজ একাত্তরের সম্পাদক মো. নাসির উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া আফরিন।

এশিয়ান টেলিভিশন এর লগো সম্বলিত কেক কাটা হয়। এ সময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page