০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় অবৈধ ইটভাট ‘‘মেসার্স বিএমবি ব্রিকসের’’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ কুমিল্লার ৯ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি; ২টি শরিক দলের জন্য ছাড় বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কুমিল্লায় কবিরাজের কাছে ‘জিন ছাড়াতে’ গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ মুরাদনগরে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু বিদ্যালয়ের এক বছর পূর্তি উদযাপন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড মহিলা দলের মতবিনিময় সভা সরকারের জনবান্ধব উদ্যোগ মানুষকে জানাতে হবে -জেলা প্রশাসক আমিরুল কায়ছার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষের ঘটনায়, কিশোর গ্যাং এর ২৪ সদস্য গ্রেফতার ঢাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কুমিল্লার শিক্ষার্থী জুবায়েদ নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের রোবটিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল–জরিমানা, আসছে নতুন অধ্যাদেশ

  • তারিখ : ১১:৩১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • 327

অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হচ্ছে। সময়মতো পণ্য বা সেবা সরবরাহ না করলে মূল্যের কয়েক গুণ পর্যন্ত জরিমানা গুনতে হবে। নিষিদ্ধ ও ক্ষতিকর পণ্য বিক্রির ক্ষেত্রেও থাকছে বড় অঙ্কের জরিমানা।

অন্তর্বর্তী সরকার এ বিষয়ে ‘ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ অধ্যাদেশ’ করতে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২১–২২ সালে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে টাকা জমা দিয়ে পণ্য না পেয়ে হাজারো গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এ নিয়ে আন্দোলন, মানববন্ধন, এমনকি সড়ক অবরোধও হয়েছিল। এসব প্রতারণা রোধ করতেই নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

খসড়া অধ্যাদেশ বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছে উপস্থাপন করা হয়েছে। কয়েক দিনের মধ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে তা উত্থাপন করা হবে। অনুমোদন হলে যাবে আইন খসড়া পরীক্ষা–নিরীক্ষা কমিটিতে। তবে এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বিষয়টি তাঁর নজরে আসেনি, এখন তিনি খোঁজ নেবেন।

খসড়ায় বলা হয়েছে, দেশে ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে কর্তৃপক্ষের লাইসেন্স নিতে হবে। নিবন্ধিত ডিজিটাল বিজনেস আইডেনটিটি (ডিবিআইডি) ছাড়া অনলাইনে ব্যবসা করা যাবে না। প্রতারণা প্রমাণিত হলে নিবন্ধন বাতিল করা হবে। অনুমতি ছাড়া অনলাইন লটারি, ডিজিটাল বা গিফট কার্ড, ওয়ালেট ও ক্যাশ ভাউচার পরিচালনা করলেও বড় অঙ্কের জরিমানা গুনতে হবে।

ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ গঠনের পর অনলাইন কেনাবেচার সব কার্যক্রম তদারকি করবে তারা। অসত্য ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন, ক্ষতিকর ওষুধপণ্য, নিষিদ্ধ দ্রব্য, আমদানিনিষিদ্ধ পণ্য বা পরিবেশের জন্য ক্ষতিকর দ্রব্য অনলাইনে বিক্রি হচ্ছে কি না, এসব নজরদারির আওতায় থাকবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তাও নেবে কর্তৃপক্ষ।

২০১৮ সালে প্রথম ডিজিটাল কমার্স নীতিমালা প্রণয়ন করে বাণিজ্য মন্ত্রণালয়। তবে সেটি অসম্পূর্ণ হওয়ায় ২০২০ সালে বিদেশি বিনিয়োগের সুযোগ রেখে নীতিমালা সংশোধন করা হয়। ২০২৪ সালের মে মাসে মন্ত্রিসভায় আইন খসড়া অনুমোদিত হলেও শেখ হাসিনা সরকারের পতনের পর তা আর এগোয়নি। এবার অন্তর্বর্তী সরকার নতুনভাবে বিষয়টি সামনে এনেছে।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক সুবর্ণ বড়ুয়া বলেন, ই-কমার্স নিয়ে দেশে বহু প্রতারণার ঘটনা ঘটেছে। সুনির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ না থাকার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশি। একটি শক্তিশালী আইন ও কর্তৃপক্ষ গঠন হলে অনলাইন কেনাবেচায় শৃঙ্খলা ফিরবে।

error: Content is protected !!

অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল–জরিমানা, আসছে নতুন অধ্যাদেশ

তারিখ : ১১:৩১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হচ্ছে। সময়মতো পণ্য বা সেবা সরবরাহ না করলে মূল্যের কয়েক গুণ পর্যন্ত জরিমানা গুনতে হবে। নিষিদ্ধ ও ক্ষতিকর পণ্য বিক্রির ক্ষেত্রেও থাকছে বড় অঙ্কের জরিমানা।

অন্তর্বর্তী সরকার এ বিষয়ে ‘ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ অধ্যাদেশ’ করতে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২১–২২ সালে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে টাকা জমা দিয়ে পণ্য না পেয়ে হাজারো গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এ নিয়ে আন্দোলন, মানববন্ধন, এমনকি সড়ক অবরোধও হয়েছিল। এসব প্রতারণা রোধ করতেই নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

খসড়া অধ্যাদেশ বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছে উপস্থাপন করা হয়েছে। কয়েক দিনের মধ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে তা উত্থাপন করা হবে। অনুমোদন হলে যাবে আইন খসড়া পরীক্ষা–নিরীক্ষা কমিটিতে। তবে এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বিষয়টি তাঁর নজরে আসেনি, এখন তিনি খোঁজ নেবেন।

খসড়ায় বলা হয়েছে, দেশে ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে কর্তৃপক্ষের লাইসেন্স নিতে হবে। নিবন্ধিত ডিজিটাল বিজনেস আইডেনটিটি (ডিবিআইডি) ছাড়া অনলাইনে ব্যবসা করা যাবে না। প্রতারণা প্রমাণিত হলে নিবন্ধন বাতিল করা হবে। অনুমতি ছাড়া অনলাইন লটারি, ডিজিটাল বা গিফট কার্ড, ওয়ালেট ও ক্যাশ ভাউচার পরিচালনা করলেও বড় অঙ্কের জরিমানা গুনতে হবে।

ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ গঠনের পর অনলাইন কেনাবেচার সব কার্যক্রম তদারকি করবে তারা। অসত্য ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন, ক্ষতিকর ওষুধপণ্য, নিষিদ্ধ দ্রব্য, আমদানিনিষিদ্ধ পণ্য বা পরিবেশের জন্য ক্ষতিকর দ্রব্য অনলাইনে বিক্রি হচ্ছে কি না, এসব নজরদারির আওতায় থাকবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তাও নেবে কর্তৃপক্ষ।

২০১৮ সালে প্রথম ডিজিটাল কমার্স নীতিমালা প্রণয়ন করে বাণিজ্য মন্ত্রণালয়। তবে সেটি অসম্পূর্ণ হওয়ায় ২০২০ সালে বিদেশি বিনিয়োগের সুযোগ রেখে নীতিমালা সংশোধন করা হয়। ২০২৪ সালের মে মাসে মন্ত্রিসভায় আইন খসড়া অনুমোদিত হলেও শেখ হাসিনা সরকারের পতনের পর তা আর এগোয়নি। এবার অন্তর্বর্তী সরকার নতুনভাবে বিষয়টি সামনে এনেছে।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক সুবর্ণ বড়ুয়া বলেন, ই-কমার্স নিয়ে দেশে বহু প্রতারণার ঘটনা ঘটেছে। সুনির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ না থাকার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশি। একটি শক্তিশালী আইন ও কর্তৃপক্ষ গঠন হলে অনলাইন কেনাবেচায় শৃঙ্খলা ফিরবে।