অসহায় পরিবারের মাঝে কোম্পানীগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের আর্থিক সহায়তা প্রদান

মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে অসুস্থ, মৃত , ও টাকার অভাবে বিয়ে দিতে পারেনা এমন ৮০টি পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদানের দেড় লক্ষ টাকার চেক বিতরণ করেছেন কোম্পানীগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়ন শাখা।

বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অসহায় শ্রমিকদের উপস্থিতিতে এই আর্থিক সহায়তা প্রদান কাযক্রম অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি হাবিবুর রহমান (হাবিব)। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি-মফিজুল ইসলাম, কার্যকরী সভাপতি খলিলুর রহমান, সাধারন সম্পাদক শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও কোম্পানীগঞ্জ শ্রমিক ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, কোম্পানীগঞ্জ শ্রমিক ইউনিয়ন শাখা শুধু শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনই করে না, অবহেলিত সুবিধা বঞ্চিত পরিবহন শ্রমিকদের কল্যাণে কাজ করছে। বিগত দিনে আমরা অসহায় শ্রমিকদের বিভিন্ন ভাবে সাহায্য করেছি। করোনায় কর্মহীন শ্রমিকদের খাদ্য সহায়তা দিয়েছি। আজ মৃত , অসুস্থ ও টাকার অভাবে মেয়ে বিয়ে দিতে পারেনা এমন শ্রমিক পরিবারগুলোর মাঝে নগদ দেড় লাখ টাকা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। ভবিষৎতেও আমরা এভাবে শ্রমিকদের পাশে থাকতে চাই।

অনুষ্ঠানে আর্থিক সহায়তা পেয়ে পরিবহন শ্রমিক পরিবারগুলো খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা শ্রমিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page