আজকের শিক্ষিত মেয়েরাই আগামীদিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে -ইউএনও মাহমুদা জাহান

মো. বাছির উদ্দিন।।
আজকের শিক্ষিত মেয়েরাই আগামীদিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। সেজন্য মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। মাদক, বাল্যবিবাহ থেকে দূরে থাকতে হবে।

(২৬ মে) সোমবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে সামাজিক অবক্ষয় রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি।

এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ হলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করতে হবে।

এতে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ এর যৌথ আয়োজনে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জামাল উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন কলেজের অধ্যাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ।

এতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদের পরিচালনায় মুখ্য আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মদ লাভলু। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page