আত্মহত্যা নয়, কুমিল্লায় ব্যবসায়ী শব্দর আলীকে শ্বাসরোধে হত্যা; গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চান্দিনা উপজেলায় ব্যবসায়ী শব্দর আলীর (৪৫) মৃত্যু আত্মহত্যা নয়, বরং জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। ঘটনার তিন মাস পর নিহতের স্ত্রী রিনা বেগম চান্দিনা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন—চান্দিনা উপজেলার বরকইট গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে মো. ইউনুছ মিয়া (৫২), মো. আবুল হাশেম (৪২) ও মো. কুদ্দুস মিয়া (৫৫)।

নিহতের স্ত্রী রিনা বেগম জানান, পারিবারিক বিরোধের জেরে পাশের বাড়ির ইউনুছ মিয়া ও তার ভাইয়েরা তাদের কাছ থেকে জমি বন্ধক রেখে ৩ লাখ টাকা নিয়েছিলেন। মেয়াদ শেষে জমি ছেড়ে দিলেও টাকা ফেরত দেননি। এ নিয়ে একাধিকবার বিবাদ হয়।

রিনা বেগম বলেন, “চলতি বছরের ১৫ এপ্রিল ভোরে আমার স্বামী শব্দর আলী ফজরের নামাজ পড়তে মসজিদে যান। কিন্তু নামাজ শেষে আর বাড়ি ফেরেননি। সকালে ইউনুছ মিয়া এসে জানায়, আমার স্বামী আত্মহত্যা করেছেন। গিয়ে দেখি, গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো হলেও শরীরের অর্ধেকের বেশি অংশ মাটিতে পড়ে ছিল। সে সময় মানসিকভাবে বিপর্যস্ত থাকায় আত্মহত্যা মেনে নিয়ে থানায় সাধারণ ডায়েরি করি।”

তিন মাস পর ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে, শব্দর আলী আত্মহত্যা করেননি, বরং তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপর বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী রিনা বেগম ইউনুছ মিয়া, তার স্ত্রী ও তিন ভাইকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে এটি একটি হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত হওয়া গেছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।”

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page