নিজস্ব প্রতিবেদক।।
বরেণ্য আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক কাজী মাহতাব সুমন সম্পাদিত ‘ প্রিয় ১০০ আবৃত্তির কবিতা ‘ পরিমার্জিত দ্বিতীয় সংস্করণের পাঠ উন্মোচন ও ভাষা শহীদদের নিবেদিত কবিতার আবৃত্তি ও সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অমর একুশে ফেব্রুয়ারির বিকেলে কবি নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্র মিলনায়তনে পরম্পরায় এর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাঠ উন্মোচন পর্বে আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক ইসহাক সিদ্দিকী, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, প্রখ্যাত আবৃত্তিশিল্পী রুবেল কুদ্দুস, নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন, বাংলা সংস্কৃতি বলয় বিশ্ব কমিটির যুগ্ম সচিব এসএম আল মামুনসহ অন্যরা।
দ্বিতীয় পর্বে পরম্পরায় সুমনের শিক্ষার্থীরা অমর একুশে ভাষা শহীদদের স্মরণে নিবেদন করে আবৃত্তি সঙ্গীত ও নৃত্য ।
প্রিয় ১০০ আবৃত্তির কবিতা বইটির প্রকাশক শিল্পৈষীর অমর একুশে বইমেলার ১৫১ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইটির সম্পাদক কাজী মাহতাব সুমন ও সহ সম্পাদক রুবেল কুদ্দুস জানান, অচিরেই অডিও বুক হিসেবে এই প্রকাশনা অনলাইনে আসছে।
আরো দেখুন:You cannot copy content of this page