আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে চাউল, ডাল, তেল ও লবণ বিতরণ

বুড়িচং, প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলাধীন সুনামধন্য যুব সংগঠন “আলোকিত যুব উন্নয়ন সংস্থা”র উদ্যোগে ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার বন্যার্ত ও অসহায় মানুষের মাঝে ১০০ কেজি চাউল,১০ কেজি ডাল,১০ লিটার তেল ও ৫ কেজি লবণ প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা সেলিনা আক্তার, মোঃ জুনাইদ ইসলাম আসিফ, মোঃ রিফাত ইসলাম, তাছলিমা আক্তার, মোঃ আব্দুল লতিফ, আমিনুল ইসলাম। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ২২ আগষ্ট রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুরিয়া দিয়ে গোমতী নদীর পাড় ভেঙে পানিবন্দি (বন্যার্ত) মানুষের উদ্ধার, পানিসহ খাদ্য সামগ্রী বিতরণ, কাপড় সহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রাখেন। আলোকিত যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে শুরু থেকে এপর্যন্ত প্রায় ৩৫ জন(পানিবন্দি) মানুষকে উদ্ধার,১০০০ বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার, ১২০০ মানুষের মাঝে শুকনো খাবার ও পানি এবং ২০০ পিছ কাপড় বিতরণ করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page