আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের সাথে অন্যরকম ঈদ করলেন কুমিল্লা জেলা প্রশাসক

মোঃ সাফি।।
কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় আশ্রয়ন প্রকল্পের আওতায় নির্মিত ঘরগুলোতে ৫০৯টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে জেলাপ্রশাসন। ঈদের দিন জেলা প্রশাসক মো. কামরুল হাসানের তত্ত্বাবধানে উপজেলাগুলোতে এই উপহার দেওয়া হয়।

এছাড়াও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া আর মেঘনা উপজেলার আশ্রয়ণ প্রকল্পের সকল পরিবারকে ৬টি খাসি উপহার দেওয়া হয়। এসময় জেলা প্রশাসক মো. কামরুল হাসান নিজে উপস্থিত ছিলেন। খাসি উপহার দেওয়ার পাশাপাশি নিজে উপস্থিত থেকে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এসময় ২০ কেজি মিষ্টিও মুখ করান জেলাপ্রশাসক মোঃ কামরুল হাসান।

ঈদ উপহারের প্রতিটি প্যাকেটের মধ্যে ছিল চাল, ডাল, চিনি, লবণ, সেমাই, তেল, দুধ, মসলাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেছে পরিবারগুলো।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page