ইভ্যালির রাসেল দম্পতির মুক্তির দাবীতে কুমিল্লায় মানববন্ধন

মাহফুজ নান্টু, কুমিল্লা।

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ মামলায় কারাগারে থাকা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) মোঃ রাসেল ও তার স্ত্রী শামিমা আক্তারের মুক্তি চেয়ে মানববন্ধন করেছে গ্রাহকরা।

রোববার বিকেল ৫ টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্ত্বরে শতাধিক গ্রাহক ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন করে। তার আগে নগরীর টাউনহল থেকে একটি তারা বিক্ষোভ মিছিল নিয়ে পূবালী চত্বরে আসে।

মানববন্ধনে মোঃ মোহসিন হোসেন, মোঃ জামাল খান সুমন, আবদুর রশীদ কাজী সাঈদ নামে বেশ কয়েকজন গ্রাহক জানান, সিও রাসেলকে কারাগারে রাখলে সাধারণ গ্রাহকদের ক্ষতি হবে সবচেয়ে বেশী। রাসেলকে মুক্তি দিলে দিশেহারা গ্রাহকরা তাদের প্রাপ্য বুঝে নিতে পারবে। প্রয়োজনে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হউক।

১৬ সেপ্টেম্বর বিকালে রাসেলের মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসায় অভিযান পরিচালনা শেষে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে আরিফ বাকের নামে একজন ভুক্তভোগী গুলশান থানায় মামলাটি করেছেন। মামলায় অর্থ আত্মসাৎ ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page