মোঃ হাছান।।
এতিমদের শিক্ষার্থীদের নিয়ে মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে এতিম শিক্ষার্থী ও আলেমদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাওরা মাদ্রাসা ও এতিমখানার সহকারি শিক্ষক মাওঃ নজরুল ইসলাম।
মনোহরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক আবদুর রহিম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক মনোহরগঞ্জ সংবাদদাতা আবদুল গাফফার সুমন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন মনোহরগঞ্জ প্রতিনিধি ইমরান হোসেন সোহাগ, দৈনিক কালবেলা মনোহরগঞ্জ প্রতিনিধি মো. হাছান, দৈনিক ভোরের পাতার মনোহরগঞ্জ প্রতিনিধি আহমেদ উল্লাহ, দৈনিক জবাবদিহি মনোহরগঞ্জ প্রতিনিধি মো. নাছির উদ্দিন, দৈনিক রুপালি বাংলাদেশ মনোহরগঞ্জ প্রতিনিধি আনোয়ার চৌধুরী রিপন, দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার প্রতিনিধি মো. রফিকুজ্জামান হিরন প্রমুখ।
আরো দেখুন:You cannot copy content of this page