এদেশের জনগন জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় – ব্রাহ্মণপাড়ায় অধ্যাপক মজিবুর রহমান

মো. বাছির উদ্দিন।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য জনমত গঠনের আহ্বান জানিয়ে দলটির নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনার মানুষ তৈরির কাজ করছে, এবার সোনার দেশ গঠনে কাজ করতে চায়।

জনগন যদি সেই সুযোগ দেয়, জামায়াতে ইসলামীর নের্তৃত্বে সোনার বাংলাদেশ গঠন করা হবে। সেখানে কোনও বৈষম্য, বিভেদ, হিংসা, জুলুম, নির্যাতন, বিচারহীনতার সংস্কৃতি থাকবে না। (২৮ ফেব্রুয়ারী) শুক্রবার সকাল ৯টায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, কোনো ষড়যন্ত্র মিথ্যাচার করে জামায়াত ও ছাত্রশিবিরকে আর শেষ করা যাবে না। জুলুম ও নির্যাতন মোকাবিলা করে সঠিক ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে সব সময় আমরা মহান আল্লাহর সাহায্য পেয়েছি। জামায়াতে ইসলামী বর্তমান বাংলাদেশে সবচেয়ে সুশৃঙ্খল ও সুগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে জনগণের আস্থার প্রতীক হিসেবে আজ দাঁড়িয়ে গেছে। এদেশের জনগন জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। সেখানে তৈরী হবে কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, এ্যাসিসটেন্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া এবং চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আমিনুল ইসলাম এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়নগঞ্জ মহানগরীর আমীর এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবদুল জব্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মুহাম্মদ, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য মুহাম্মদ আবদুস সাত্তার, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবদুল মতিন, ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি এবং কেন্দ্রীয় ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসাইন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার।

বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মুফতি মো. আমিনুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, বুড়িচং উপজেলা জামায়াতের আমির অধ্যাপক অহিদুর রহমান, কুমিল্লা মহানগর ওলামা বিভাগের সভাপতি মুফতি আবদুল কাইয়ুম মজুমদার, কুমিল্লা মহানগর জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য লুৎফুর রহমান খান, কুমিল্লা উত্তর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. সানাউল্লাহ রাসেল। এসময় উপজেলা জামায়াতে ইসলামী অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠানে প্রায় ১০ হাজার নেতাকর্মী উপস্থিত থেকে কর্মী সম্মেলন সফল ও স্বার্থক করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page