নিজস্ব প্রতিবেদক।।
জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাত ধরেই এদেশের মাধ্যমিক শিক্ষার জাতীয়করণ হবে বলে বিশ্বাস করেন কুমিল্লার শিক্ষক সমাজ। তাই আন্দোলন নয়, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শ্রেণি কার্যক্রম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।
গত শুক্রবার (২১ জুলাই) রাতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এর নির্দেশনায় সদর উপজেলা পরিষদের আয়োজনে সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, উপজেলা চেয়ারম্যান এড মো আমিনুল ইসলাম টুটুল সহ জনপ্রতিনিধি ও শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষা কার্যক্রম জোরদার সহ ডেঙ্গু প্রতিরোধে একযোগে কাজ করার অঙ্গীকার করা হয়।
জানা যায়, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, শতভাগ উৎসবভাতা দেয়া ও ন্যায্য বাড়ি ভাড়ার দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ডাকে গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন সারাদেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
গত বুধবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করেন শিক্ষক নেতারা। শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে আলোচনা ‘ফলপ্রসূ হয়নি’ জানিয়ে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষকেরা। এরই ধারাবাহিকতায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি অব্যহত রেখেছেন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকেরা। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে সরকারিকরণের এক দফা দাবিতে এ কর্মসূচি চলছে। কুমিল্লারও বেশ কিছু শিক্ষক ঢাকায় আন্দলনে অংশ নিচ্ছেন বলে জানা গেছে ।
এ প্রেক্ষিতে কুমিল্লায় আন্দোলনের নামে শিক্ষা কার্যক্রমের যেন ব্যাঘাত না ঘটে শিক্ষকদের সাথে বৈঠকের নির্দেশ দেন কুমিল্লা বিভাগ বাস্তবায়নের প্রবাসীদের কর্মসূচিতে অংশ নিতে বর্তমানে কানাডার অবস্থানরত কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার।
গত শুক্রবার (২১ জুলাই) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের আয়োজনে শিক্ষাঙ্গনে শিক্ষার যথাযথ পরিবেশ বজায় রাখা ও “ডেঙ্গু” প্রতিরোধে শিক্ষক,অভিবাবক,ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে আয়োজিত
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো: আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর জেলা সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, স্বাধীন শিক্ষক পরিষদের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ শরিফুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর জেলা সভাপতি অধ্যক্ষ জহিরুল ইসলাম সহ কুমিল্লা মহানগরী ও সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ অংশ গ্রহণ করেন। সভা সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, সহসভাপতি আবিদুর রহমান জাহাঙ্গীর, সদস্য আলহাজ্ব ওমর ফারুক, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবুল বাশার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশীদ, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন, মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন , শ্রম বিষয়ক সম্পাদক হাসান খসরু, দপ্তর সম্পাদক শিব প্রসাদ রায়, আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, আদর্শ সদর উপজেলা ৪ নং আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, ৬ নং জগ্ননাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন সহ জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিবৃন্দ।
আরো দেখুন:You cannot copy content of this page