এসিআই (হাইজিন) কোম্পানির পক্ষ হইতে স্যানিটারি ন্যাপকিন এবং টেস্টি স্যালাইন বিতরণ

স্টাফ রিপোর্টার।।
কোম্পানীর বিজনেস ম্যানেজার খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে বেশ কিছু অঞ্চল খুবই দুর্যোগ প্রবণ হয়ে পড়েছে। এসব অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার এবং পুনর্বাসন কার্যক্রম চালাচ্ছে।

এসিআই হাইজিন লিমিটেড এর পক্ষ থেকে ফ্রিডম ব্র্যান্ড এবং ফ্রুটস্যাল ব্র্যান্ড সেনাবাহিনীর মাধ্যমে এ সকল অঞ্চলে বিনামূল্য স্যানিটারি ন্যাপকিন এবং টেস্টি স্যালাইন বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে।

ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সেন্ট্রাল লজিস্টিক ডিপার্টমেন্টে এসিআই (হাইজিন) কোম্পানীর মার্কেটিং টিম এর প্রতিনিধিগণ ফ্রিডম স্যানেটারি ন্যাপকিন এবং ফ্রুটস্যাল টেস্টি স্যালাইন হস্তান্তর সম্পন্ন করেছেন। আমাদের দৃঢ় বিশ্বাস সেনাবাহিনীর সহায়তায় এ সকল পণ্য বন্যা দুর্গতদের কাছে অতি দ্রুত পৌঁছে যাবে। আমাদের এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়াও এ সকল অঞ্চলের কর্মরত আমাদের সহকর্মী বৃন্দদের মধ্যে অনেকেই পরিবারসহ খুবই দুর্দশাপূর্ণ অবস্থায় আছেন। কোম্পানির ইস্ট ডিভিশনের সেলস ম্যানেজার জনাব মিজানের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে। এই টিমের মাধ্যমে ব্যক্তিগত উদ্যোগে আমরা সবাই সবার পাশে থাকার চেষ্টা করব।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page