০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আমেনা বেগম গ্রেপ্তার বুড়িচংয়ে কালভার্টের নিচ থেকে ১২ ফুট অজগর উদ্ধার, বনে অবমুক্ত কুমিল্লায় নতুন ইউটার্নে লরিচাপায় প্রবাসী নিহত; মহাসড়ক অবরোধ হোমনায় শিক্ষার্থীদের চলাচলের পথে দেয়াল নির্মাণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ কুমিল্লায় মিথ্যাচারের শিকার পুলিশ কর্মকর্তা, নেপথ্যে যানজট নিরসনে কঠোর ভূমিকা মুরাদনগর জুরে শিশু-কিশোরদের হাতে অটোরিকশা; দুর্ঘটনা ও ভোগান্তি চরমে কুমিল্লায় সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১ কুমিল্লার মুরাদনগরে পোড়া তেলে শিশু খাদ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা কুমিল্লায় কিস্তির চাপ সহ্য করতে না পেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা ২০২৬ সালে নতুন ক্যাম্পাসে উদ্বোধন হবে ৪টি হল ও ৪টি অ্যাকাডেমিক ভবন: কুবি উপাচার্য

ঐতিহ্যবাহী পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদরাসার ঈর্ষণীয় সাফল্য; শতভাগ পাস

  • তারিখ : ১০:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • 35

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামের শিক্ষা-সংস্কৃতির অন্যতম বাতিঘর পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদরাসা দাখিল পরীক্ষায় এবছর (২০২৫) অসাধারণ ফলাফল অর্জন করেছে। শতভাগ পাস ও দুই শিক্ষার্থীর গোল্ডেন এ+ প্রাপ্তির মধ্য দিয়ে মাদরাসাটি এলাকার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে।

মাদরাসা সূত্রে জানা গেছে, চলতি বছর দাখিল পরীক্ষায় অংশ নেয় মোট ৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে গোল্ডেন এ+ পেয়েছে ২ জন, এ+ পেয়েছে ৭ জন, এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ২৫ জন এবং বাকি ৮ জন পেয়েছে এ-। সকলেই সফলভাবে উত্তীর্ণ হয়েছে।

এই সাফল্যের পেছনে রয়েছে মাদরাসার প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান ও সমাজসেবক আলহাজ্ব আলমগীর কবির মজুমদার-এর অবিচল সহযোগিতা ও নেতৃত্ব। তিনি দীর্ঘদিন ধরে মাদরাসাটির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছেন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ তৈরিতে তাঁর অবদান এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ বলেন, “আমরা শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় সাফল্য নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছি। শিক্ষক, অভিভাবক ও এলাকার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অর্জন সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, নিয়মিত পাঠদান, ছাত্র-ছাত্রীদের মনিটরিং এবং অভিভাবকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এই ফলাফলের অন্যতম ভিত্তি।

ফলাফল প্রকাশের পর মাদরাসা প্রাঙ্গণে বইছে উৎসবের আমেজ। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সবাই এই অর্জনে উচ্ছ্বসিত। অনেকে বলেছেন, পাশাকোট দারুচ্ছুন্নাত মাদরাসা আজ পুরো শুভপুর ইউনিয়নের শিক্ষার গর্ব ও প্রেরণার প্রতীক।

প্রতিষ্ঠাতা আলহাজ্ব আলমগীর কবির মজুমদার বলেন, “আমার স্বপ্ন—এই মাদরাসা থেকে এমন শিক্ষার্থী তৈরি হোক, যারা ভবিষ্যতে সমাজ ও দেশকে আলোকিত করবে। এজন্য আমি অব্যাহতভাবে কাজ করে যাচ্ছি এবং সবার সহযোগিতা কামনা করছি।”

error: Content is protected !!

ঐতিহ্যবাহী পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদরাসার ঈর্ষণীয় সাফল্য; শতভাগ পাস

তারিখ : ১০:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামের শিক্ষা-সংস্কৃতির অন্যতম বাতিঘর পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদরাসা দাখিল পরীক্ষায় এবছর (২০২৫) অসাধারণ ফলাফল অর্জন করেছে। শতভাগ পাস ও দুই শিক্ষার্থীর গোল্ডেন এ+ প্রাপ্তির মধ্য দিয়ে মাদরাসাটি এলাকার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে।

মাদরাসা সূত্রে জানা গেছে, চলতি বছর দাখিল পরীক্ষায় অংশ নেয় মোট ৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে গোল্ডেন এ+ পেয়েছে ২ জন, এ+ পেয়েছে ৭ জন, এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ২৫ জন এবং বাকি ৮ জন পেয়েছে এ-। সকলেই সফলভাবে উত্তীর্ণ হয়েছে।

এই সাফল্যের পেছনে রয়েছে মাদরাসার প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান ও সমাজসেবক আলহাজ্ব আলমগীর কবির মজুমদার-এর অবিচল সহযোগিতা ও নেতৃত্ব। তিনি দীর্ঘদিন ধরে মাদরাসাটির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছেন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ তৈরিতে তাঁর অবদান এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ বলেন, “আমরা শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় সাফল্য নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছি। শিক্ষক, অভিভাবক ও এলাকার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অর্জন সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, নিয়মিত পাঠদান, ছাত্র-ছাত্রীদের মনিটরিং এবং অভিভাবকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এই ফলাফলের অন্যতম ভিত্তি।

ফলাফল প্রকাশের পর মাদরাসা প্রাঙ্গণে বইছে উৎসবের আমেজ। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সবাই এই অর্জনে উচ্ছ্বসিত। অনেকে বলেছেন, পাশাকোট দারুচ্ছুন্নাত মাদরাসা আজ পুরো শুভপুর ইউনিয়নের শিক্ষার গর্ব ও প্রেরণার প্রতীক।

প্রতিষ্ঠাতা আলহাজ্ব আলমগীর কবির মজুমদার বলেন, “আমার স্বপ্ন—এই মাদরাসা থেকে এমন শিক্ষার্থী তৈরি হোক, যারা ভবিষ্যতে সমাজ ও দেশকে আলোকিত করবে। এজন্য আমি অব্যাহতভাবে কাজ করে যাচ্ছি এবং সবার সহযোগিতা কামনা করছি।”