স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামের শিক্ষা-সংস্কৃতির অন্যতম বাতিঘর পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদরাসা দাখিল পরীক্ষায় এবছর (২০২৫) অসাধারণ ফলাফল অর্জন করেছে। শতভাগ পাস ও দুই শিক্ষার্থীর গোল্ডেন এ+ প্রাপ্তির মধ্য দিয়ে মাদরাসাটি এলাকার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে।
মাদরাসা সূত্রে জানা গেছে, চলতি বছর দাখিল পরীক্ষায় অংশ নেয় মোট ৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে গোল্ডেন এ+ পেয়েছে ২ জন, এ+ পেয়েছে ৭ জন, এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ২৫ জন এবং বাকি ৮ জন পেয়েছে এ-। সকলেই সফলভাবে উত্তীর্ণ হয়েছে।
এই সাফল্যের পেছনে রয়েছে মাদরাসার প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান ও সমাজসেবক আলহাজ্ব আলমগীর কবির মজুমদার-এর অবিচল সহযোগিতা ও নেতৃত্ব। তিনি দীর্ঘদিন ধরে মাদরাসাটির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছেন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ তৈরিতে তাঁর অবদান এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ বলেন, “আমরা শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় সাফল্য নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছি। শিক্ষক, অভিভাবক ও এলাকার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অর্জন সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, নিয়মিত পাঠদান, ছাত্র-ছাত্রীদের মনিটরিং এবং অভিভাবকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এই ফলাফলের অন্যতম ভিত্তি।
ফলাফল প্রকাশের পর মাদরাসা প্রাঙ্গণে বইছে উৎসবের আমেজ। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সবাই এই অর্জনে উচ্ছ্বসিত। অনেকে বলেছেন, পাশাকোট দারুচ্ছুন্নাত মাদরাসা আজ পুরো শুভপুর ইউনিয়নের শিক্ষার গর্ব ও প্রেরণার প্রতীক।
প্রতিষ্ঠাতা আলহাজ্ব আলমগীর কবির মজুমদার বলেন, “আমার স্বপ্ন—এই মাদরাসা থেকে এমন শিক্ষার্থী তৈরি হোক, যারা ভবিষ্যতে সমাজ ও দেশকে আলোকিত করবে। এজন্য আমি অব্যাহতভাবে কাজ করে যাচ্ছি এবং সবার সহযোগিতা কামনা করছি।”
আরো দেখুন:You cannot copy content of this page