ঐতিহ্যবাহী ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজে ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

মো. জাকির হোসেন।।
প্রাচীনকাল থেকেই এই উপমহাদেশ জ্ঞান-বিজ্ঞানের চর্চায়, সাহিত্য ও সংস্কৃতিতে অনেক সমৃদ্ধ। এ ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার্থীদের সাহিত্য, সভ্যতা, শিল্প-সংস্কৃতি ও দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে এবং সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করছে ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজ।

প্রতিবছরের ন্যায় বুধবার (১২ ফেব্রুয়ারি) আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শাহজাহান ভূঁইয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার জনাব আব্দুল মান্নান।

এতে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ বোরহান উদ্দিন,ও জ্যৈষ্ঠ প্রভাষক সৈয়দা ফারজানা।

আয়োজনের শুরুতেই কোরআন তেলোয়াত পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বিগত শিক্ষাবর্ষের সমন্বিত মেধা তালিকা, একাডেমিক-সহপাঠ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা গান, নাচ, কৌতুক,নৃত্য ইত্যাদি পরিবেশন করে।

বিশেষ অতিথি বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি পড়াশোনার পাশাপাশি শিল্প-সংস্কৃতি চর্চার মাধ্যমে হৃদয়ে দেশপ্রেম ধারণ করে সমাজের কল্যাণে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে এবং এ আয়োজনের জন্য প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এই আয়োজনে আমন্ত্রিত অতিথিসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page