কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীসহ মুয়াজ্জিনের মৃত্যু

নিউজ ডেস্ক।।
কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। বৃহস্পতিবার (২০) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার শহরের বাদশাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাদশাঘোনা এলাকার নজির হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৬) ও তার স্ত্রী মাইমুনা আক্তার (২৩)। সাত মাস আগে তাদের বিয়ে হয়েছিল। আনোয়ার ওই এলাকার একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন।

নিহত আনোয়ারের স্বজন আবদুল্লাহ বলেন, ভারী বৃষ্টিপাতে বাদশাঘোনায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়েন আনোয়ার ও তার স্ত্রী মাইমুনা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত বুধবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ রোহিঙ্গা ও স্থানীয় একজন নিহত হন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page