কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের সহযোগী সংগঠন পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী তানভীর হোসাইন মজুমদার ও ১৬৯ ভোট পেয়ে একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহান তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া ১২১ ভোটে সাংগঠনিক সম্পাদক পদে জাহিদুল ইসলামের সাথে প্রতিদ্বন্দ্বী করে জয়লাভ করে ফয়সাল মিয়া
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় লোক প্রশাসন বিভাগের ক্লাসরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. ফয়জুল ইসলাম, নির্বাচন কমিশনার হিসেবে সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস এবং প্রভাষক মো. হাসান শাহরিয়ার দায়িত্ব পালন করেন।
এদিকে কোষাধ্যক্ষ পদে মো. আব্দুল্লাহ আল নোমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মেহেদী হাসান শাহীন এবং মোসা. তানিয়া আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মিনহাজুল হক, আবু বকর ছিদ্দিক, মো. শফিকুল ইসলাম নির্বাচিত হন এবং সংরক্ষিত আসনে ইসরাত জাহান সাথি মনোনীত হন।
উল্লেখ্য, এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
আরো দেখুন:You cannot copy content of this page