কুবিতে গুচ্ছের শেষ পরীক্ষায় উপস্থিত ৯৫.২১ শতাংশ

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সম্পন্ন হয়েছে সমন্বিত ২০টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। সোমবার (১ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘সি’ ইউনিটে ২ হাজার ১১২ জন পরীক্ষার্থীর মধ্য ২ হাজার ১১ জন পরীক্ষায় অংশ নেয়। ১০১ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহন করেননি। পরীক্ষার্থী উপস্থিতির হার ছিলো ৯৫.২১ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের ৪টি একাডেমিক ভবনের ৫০ টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মো. আবু তাহের, গুচ্ছভূক্ত পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ‘গ’ ইউনিটের আহ্বায়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র দেব, ভর্তি পরীক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ববদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘আমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গুচ্ছের শেষ পরীক্ষা সম্পন্ন করেছি৷ কোনো ধরণের বিশৃঙ্খলা না হওয়ায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’

উল্লেখ্য, গত (১৭ অক্টোবর) রোববার থেকে ‘এ’ ইউনিট তথা বিজ্ঞান বিভাগের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছিল গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে সশরীরে ভর্তি পরীক্ষা। এরপর গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত হয় ‘বি’ ইউনিট তথা মানবিক বিভাগের পরীক্ষা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page