০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা নগরীর কাঁটাবিলে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে সদর আসনের প্রার্থী রিয়াদের সংবাদ সম্মেলন কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লা লাকসাম (মুদাফ্ফরগঞ্জ) ইসলামী ফ্রন্টের সাংগঠনিক উপজেলা কমিটি গঠিত কুমিল্লায় জুলাই মাসে ১১টি হত্যা, ধর্ষণের মামলার ৮টি কুমিল্লায় ৩৩ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায়; কাঁদলেন এলাকাবাসী সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন কুমিল্লায় ওয়ার্কশপ মালিকে কুপিয়ে হত্যা; বিশ্রাম কক্ষ থেকে মরদেহ উদ্ধার

কুবিতে ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে নবীনবরণ সম্পন্ন

  • তারিখ : ১০:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • 11

বি এম ফয়সাল।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) বিকাল ৫টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আগত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র মো. মাঈনুদ্দিন মাঈনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবুল হায়াত।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাঈনুদ্দিন মাঈনু বলেন, “আমরা আগে কুমিল্লার অন্তর্ভুক্ত ছিলাম, এখন আমরা ব্রাহ্মণবাড়িয়া নামে একটি আলাদা জেলা। এই জেলা আমাদের পরিচয়, আমাদের গর্ব। আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। যদি কোনো মেধাবী শিক্ষার্থী আর্থিক সমস্যায় পড়ে, আমি তার পাশে থাকবো ইনশাআল্লাহ। যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবে।”

সংগঠনের সভাপতি তাওহীদ হোসাইন সানি তার বক্তব্যে বলেন,”পূর্ববর্তী কমিটিগুলো নবীনবরণ আয়োজন করতে পারেনি। দায়িত্ব নেওয়ার পর থেকেই নবীনবরণের পরিকল্পনা করি এবং আজ সবার সহযোগিতায় তা সফল হয়েছে। আমাদের সাধ আছে, সাধ্য নেই, অন্যান্য আঞ্চলিক সংগঠন থেকে বড় হওয়ায় অল্প বাজেটে প্রোগ্রাম করাও সম্ভব হয়ে উঠে না— তবুও আমরা সন্তুষ্ট। সংগঠন মেধা বিকাশের বড় ক্ষেত্র। ভবিষ্যতেও ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এগিয়ে যাবে বলে আশা করি।”

উল্লেখ্য,আনন্দঘন পরিবেশে শেষ হয় নবীনবরণ অনুষ্ঠানটি।

কুবিতে ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে নবীনবরণ সম্পন্ন

তারিখ : ১০:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

বি এম ফয়সাল।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) বিকাল ৫টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আগত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র মো. মাঈনুদ্দিন মাঈনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবুল হায়াত।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাঈনুদ্দিন মাঈনু বলেন, “আমরা আগে কুমিল্লার অন্তর্ভুক্ত ছিলাম, এখন আমরা ব্রাহ্মণবাড়িয়া নামে একটি আলাদা জেলা। এই জেলা আমাদের পরিচয়, আমাদের গর্ব। আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। যদি কোনো মেধাবী শিক্ষার্থী আর্থিক সমস্যায় পড়ে, আমি তার পাশে থাকবো ইনশাআল্লাহ। যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবে।”

সংগঠনের সভাপতি তাওহীদ হোসাইন সানি তার বক্তব্যে বলেন,”পূর্ববর্তী কমিটিগুলো নবীনবরণ আয়োজন করতে পারেনি। দায়িত্ব নেওয়ার পর থেকেই নবীনবরণের পরিকল্পনা করি এবং আজ সবার সহযোগিতায় তা সফল হয়েছে। আমাদের সাধ আছে, সাধ্য নেই, অন্যান্য আঞ্চলিক সংগঠন থেকে বড় হওয়ায় অল্প বাজেটে প্রোগ্রাম করাও সম্ভব হয়ে উঠে না— তবুও আমরা সন্তুষ্ট। সংগঠন মেধা বিকাশের বড় ক্ষেত্র। ভবিষ্যতেও ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এগিয়ে যাবে বলে আশা করি।”

উল্লেখ্য,আনন্দঘন পরিবেশে শেষ হয় নবীনবরণ অনুষ্ঠানটি।