কুবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে মাইগ্রেশনে অতিরিক্ত ফি লাগবে না

বি এম ফয়সাল, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এক বিভাগ বা অনুষদ থেকে অন্য বিভাগ বা অনুষদে মাইগ্রেশন করলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অতিরিক্ত কোনো ফি দিতে হবে না।

সোমবার (১৯মে) দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

তিনি বলেন, ‘এই শিক্ষাবর্ষে যদি কোনো শিক্ষার্থী এক বিভাগ থেকে অন্য বিভাগে মাইগ্রেট করে, তবে পূর্বের বিভাগের আর্থিক লেনদেন নতুন বিভাগে স্থানান্তরিত করে তাকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে দেওয়া হবে। এক্ষেত্রে অতিরিক্ত কোনো ফি দিতে হবে না।’

উল্লেখ্য, গত ১৮ মে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মাইগ্রেশন ফি বাতিলের দাবিতে উপাচার্যের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। পরদিনই বিষয়টি আলোচনায় এনে অ্যাকাডেমিক কমিটিতে তা অনুমোদন দেওয়া হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page