ফয়সাল মিয়া, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) শিক্ষার্থীদের সংগঠন ‘রোটারেক্ট ক্লাব’ শিক্ষার্থীদের শিল্প কার্যক্রমে উৎসাহ বাড়াতে তাদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সম্পন্ন করে।
শনিবার (৮‚ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের শিল্প ও কর্পোরেট জগত সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে ক্লাবের সদস্যরা কুমিল্লার আলেখারচরে অবস্থিত কোকা-কোলা (আবদুল মোনেম লিমিটেড) ফ্যাক্টরি পরিদর্শন করেন।
এ ট্যুরের মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃত শিল্প কার্যক্রম, উৎপাদন প্রক্রিয়া, সরবরাহ ব্যবস্থা এবং বিপণন কৌশল সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেছেন। ফ্যাক্টরি পরিদর্শন শেষে কোকা-কোলা কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে একটি প্রশ্নোত্তর (Q&A) সেশনঅনুষ্ঠিত হয়, যেখানে রোটারেক্ট ক্লাবের সদস্যরা এইচআর ম্যানেজমেন্ট, অপারেশন, ডিস্ট্রিবিউশন ও প্রোমোশনাল পলিসি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন এবং কোম্পানির কর্মকর্তারা সেসবের বিস্তারিত উত্তর প্রদান করেন।
রোটারেক্ট ক্লাবের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের বলেন, ‘এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের মাধ্যমে আমরা শুধু শিল্প কার্যক্রমই দেখিনি, বরং একজন পেশাদার হিসেবে কর্পোরেট জগতে প্রবেশের প্রস্তুতিও নিতে পেরেছি। কোকা-কোলা কোম্পানির কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের জন্য অত্যন্ত উপকারী ছিল।’
রোটারেক্ট ক্লাবের সভাপতি শেখ শাকিল আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনের জন্য ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ট্যুর আমাদের সদস্যদের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা হয়ে থাকবে। কোকা-কোলা (আবদুল মোনেম লিমিটেড)-এর আতিথেয়তার জন্য আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও আমাদের ক্লাব শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির জন্য এমন উদ্যোগ অব্যাহত রাখবে।’
এ ধরনের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের সাথে বাস্তব অভিজ্ঞতার সংযোগ ঘটাতে সহায়তা করে এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটারেক্ট ক্লাব ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এমন কার্যক্রম চালিয়ে যাবে।