০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় যুব অধিকার পরিষদের দুই নেতা গ্রেপ্তার কুমিল্লায় অপহরণের ৭ দিনেও উদ্ধার হয়নি একমাত্র ছেলে, বাকরুদ্ধ বাবা-মা বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনায় কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন মুরাদনগরে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক কামরুল নিহত মদিনার কাফেলা বাংলাদেশ বুড়িচং উপজেলা কমিটি গঠিত কুমিল্লায় অবৈধ ইটভাট ‘‘মেসার্স বিএমবি ব্রিকসের’’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ কুমিল্লার ৯ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি; ২টি শরিক দলের জন্য ছাড়

কুমিল্লায় অপহরণের ৭ দিনেও উদ্ধার হয়নি একমাত্র ছেলে, বাকরুদ্ধ বাবা-মা

  • তারিখ : ১০:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 134

মহিউদ্দিন আকাশ॥
কুমিল্লার মুরাদনগর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুরের দড়িকান্দি গ্রামের মোল্লা বাড়ির মোহাম্মদ হাসানের একমাত্র ছেলে রাকিবুল হাসান (১৫) অপহরণের ৭ দিন পরেও নিখোঁজ।

গত ১৫ অক্টোবর (বুধবার) সকালে প্রতিদিনের মতো ঘোড়াশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে ক্লাস করতে গিয়ে সে আর বাড়ি ফেরেনি। রাকিবুল ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নিখোঁজের পর বাবা-মা ও আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়েন হতভাগ্য বাবা-মা।

ঘটনার পরদিন রাতে মোহাম্মদ হাসানের ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৩৪৪৮৩৫৪০০) একটি ফোন আসে। ফোনে রাকিবুলের কান্নাজড়িত কণ্ঠে শোনা যায় ‘বাবা, আমাকে বাঁচাও, আমাকে মারধর করছে।’ এরপর কলদাতা জানায়, বিকাশে ১২ হাজার টাকা পাঠালে রাকিবুলকে ঘোড়াশাল স্কুল মাঠে রাত ২টার দিকে ছেড়ে দেওয়া হবে।

রাকিবুলের পিতা হাসান বিকাশে থাকা ৪ হাজার টাকা পাঠান। কিন্তু পরে ফোন দিলে সেই নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এরপর মুরাদনগর থানা, কুমিল্লা পুলিশ সুপার এবং র‍্যাব-১১ কুমিল্লা কার্যালয়ে লিখিতভাবে আবেদন করেও এখন পর্যন্ত রাকিবুলকে উদ্ধার করা সম্ভব হয়নি।

একমাত্র সন্তান হারিয়ে রাকিবুলের মা বারবার মূর্ছা যাচ্ছেন, বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা। কান্নায় ভারী হয়ে উঠেছে দড়িকান্দি গ্রামের পরিবেশ।

রাকিবুলের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার একমাত্র ছেলেকে উদ্ধার করে দিন। আপনারা নিজের সন্তান ভেবে ওকে ফিরিয়ে আনুন।”

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান বলেন, “কল করা নাম্বারটি বারবার লোকেশন পরিবর্তন করছে। আমরা আশা করছি খুব শিগগিরই রাকিবুলকে উদ্ধার করা সম্ভব হবে।”

কুমিল্লা ডিবি পুলিশের ওসি আব্দুল্লাহ বলেন, “তারা অভিযোগ করেছে। আমরা তদন্ত করছি, শিগগিরই বিস্তারিত জানা যাবে।”

তবে মুরাদনগর থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

error: Content is protected !!

কুমিল্লায় অপহরণের ৭ দিনেও উদ্ধার হয়নি একমাত্র ছেলে, বাকরুদ্ধ বাবা-মা

তারিখ : ১০:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

মহিউদ্দিন আকাশ॥
কুমিল্লার মুরাদনগর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুরের দড়িকান্দি গ্রামের মোল্লা বাড়ির মোহাম্মদ হাসানের একমাত্র ছেলে রাকিবুল হাসান (১৫) অপহরণের ৭ দিন পরেও নিখোঁজ।

গত ১৫ অক্টোবর (বুধবার) সকালে প্রতিদিনের মতো ঘোড়াশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে ক্লাস করতে গিয়ে সে আর বাড়ি ফেরেনি। রাকিবুল ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নিখোঁজের পর বাবা-মা ও আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়েন হতভাগ্য বাবা-মা।

ঘটনার পরদিন রাতে মোহাম্মদ হাসানের ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৩৪৪৮৩৫৪০০) একটি ফোন আসে। ফোনে রাকিবুলের কান্নাজড়িত কণ্ঠে শোনা যায় ‘বাবা, আমাকে বাঁচাও, আমাকে মারধর করছে।’ এরপর কলদাতা জানায়, বিকাশে ১২ হাজার টাকা পাঠালে রাকিবুলকে ঘোড়াশাল স্কুল মাঠে রাত ২টার দিকে ছেড়ে দেওয়া হবে।

রাকিবুলের পিতা হাসান বিকাশে থাকা ৪ হাজার টাকা পাঠান। কিন্তু পরে ফোন দিলে সেই নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এরপর মুরাদনগর থানা, কুমিল্লা পুলিশ সুপার এবং র‍্যাব-১১ কুমিল্লা কার্যালয়ে লিখিতভাবে আবেদন করেও এখন পর্যন্ত রাকিবুলকে উদ্ধার করা সম্ভব হয়নি।

একমাত্র সন্তান হারিয়ে রাকিবুলের মা বারবার মূর্ছা যাচ্ছেন, বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা। কান্নায় ভারী হয়ে উঠেছে দড়িকান্দি গ্রামের পরিবেশ।

রাকিবুলের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার একমাত্র ছেলেকে উদ্ধার করে দিন। আপনারা নিজের সন্তান ভেবে ওকে ফিরিয়ে আনুন।”

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান বলেন, “কল করা নাম্বারটি বারবার লোকেশন পরিবর্তন করছে। আমরা আশা করছি খুব শিগগিরই রাকিবুলকে উদ্ধার করা সম্ভব হবে।”

কুমিল্লা ডিবি পুলিশের ওসি আব্দুল্লাহ বলেন, “তারা অভিযোগ করেছে। আমরা তদন্ত করছি, শিগগিরই বিস্তারিত জানা যাবে।”

তবে মুরাদনগর থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।