কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠান সিলগালা

চান্দিনা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বৈধ কাগজপত্র না থাকায় দুই প্রতিষ্ঠান সিলগালা করেছে বিএসটিআই। সোমবার (২৪ জুলাই) দুপুরে চান্দিনা বাজারের ধানসিঁড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

সিলগালা করা প্রতিষ্ঠান দুটি হলো- নুর বেকারি ও ইনসাফ ওয়েল মিল।

বিএসটিআই কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মো. সহিদুল ইসলাম জানান, বৈধ কাগজপত্র (লাইসেন্স) না নিয়ে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য তৈরি করে আসছে ‘নুর বেকারি’ নামের ওই প্রতিষ্ঠানটি। অপরদিকে একই এলাকায় অসাধু উপায় অবলম্বন করে ঘানি ভাঙার সরিষার তেল তৈরি ও বোতলজাত করে ব্যবসা চালিয়ে আসছে ‘ইনসাফ ওয়েল মিল’ নামের প্রতিষ্ঠানটি।

এছাড়া পণ্যের গুণগতমান নির্ণয়ে কোনো মেশিনও নেই তাদের। মেয়াদ নির্ধারণ, মান নির্ণয় না করেই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে আসছে প্রতিষ্ঠান দুটি। দুইটি প্রতিষ্ঠানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা গেছে। এসব কারণে তাদের সিলগালা করা হয়।

এসময় বিএসটিআই কুমিল্লা অঞ্চলের ফিল্ড অফিসার সাহিদুল ইসলাম, ইকবাল আহমেদসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page