কুমিল্লায় আ’লীগের পৃষ্ঠপোষক’কে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি করার পায়তারা; ছাত্র-জনতার ক্ষোভ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পৃষ্ঠপোষক মোঃ শাহানুর আলম নামে এক ব্যক্তির নাম প্রস্তাব করা হয়েছে। এতে করে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই-আগষ্টে আন্দোলনকারী ছাত্র জনতা ও সাধারণ লোকজন।

জানা যায়, গত ৫ ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি বিলপ্ত ঘোষণা করে। একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পরিচালনা কমিটির সভাপতি দায়িত্ব দেয়া হয়।

এরপরই ঘোষণা দেয়া হয় নতুন করে স্থানীয় শিক্ষানুরোগীদের দিয়ে অ্যাডহক কমিটি গঠন করার জন্য।

এই নির্দেশনা অনুযায়ী বিভিন্ন বিদ্যালয়ের সভাপতি পদে শিক্ষানুরাগীদের দিয়ে কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ উচ্চ বিদ্যালয় কমিটি গঠন করার জন্য তালিকা তৈরীর কাজ শুরু হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, প্রধান শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ফতেহাবাদ উচ্চ বিদ্যালয় কমিটি গঠনের জন্য ৩ জনের নামে তালিকা পাঠানো হয়।

ওই তালিকায় প্রথমে রয়েছেন ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সাকিল উদ্দিন মুন্সির নাম, দ্বিতীয় স্থানে রয়েছেন চিকিৎসক গোলাম কিবরিয়া, এবং তৃতীয় স্থানে নাম দেয়া হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পৃষ্ঠপোষক মোঃ শাহানুর আলম নামে এক ব্যক্তির।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে শাহনুর আলম এর নাম দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন ছাত্র জনতা ও এলাকাবাসী।

এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ছাত্রলীগ নেতাদের সাথে শাহনুর আলমের একাধিক ছবি ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়।

একটি ছবিতে দেখা যায় শাহানুর আলম দেবিদ্বার আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। অন্য আরেকটি ছবিতে দেখা যায় ১৫ ই আগস্ট এর শোক সভা অনুষ্ঠানে জেলা ছাত্রলীগ নেতার পাশেই মঞ্চে বসে আছেন শাহানুর, আরেকটি ছবিতে দেখা যায় ১৫ই আগস্ট শোক দিবসের ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনাসহ স্থানীয় সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুলের ছবির পাশে শাহনুর নিজের ছবি দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।

এছাড়াও বিগত দিনগুলিতে আওয়ামী লীগের সকল কর্মকান্ডে শাহানুরের উপস্থিতি লক্ষ্য করেছে স্থানীয়রা।

এ বিষয়ে জুলাই আগস্টে আন্দোলনে অংশ নেয়া একাধিক ছাত্র জনতা জানায়, আমরা জীবন বাজি রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে এই নতুন স্বাধীনতা এনেছি। কোন ফ্যাসিবাদী আওয়ামী লীগের পৃষ্ঠপোষককে বিদ্যালয়ের সভাপতি করার জন্য নয়। যারা আওয়ামী লীগকে পূর্ণবাসন কিংবা আশ্রয়-প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে।

বিষয়টি নিয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসনাত জানান, ম্যানেজিং কমিটিতে কারা থাকবে বিষয়টা প্রধান শিক্ষক দেখেন। আমি শুধুমাত্র চিঠি প্রেরণ করি জেলা প্রশাসক স্যারকে। জেলা প্রশাসক স্যার এবং প্রধান শিক্ষক এ বিষয়ে সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির সরকার বলেন, শাহানুর এলাকায় থাকেন না, অন্য এলাকায় চাকুরী করেন। তিনি যে আওয়ামী লীগের রাজনৈতির সাথে জড়িত তা আমাদের জানা ছিল না, নাম দেয়ার পর রাজনৈতিক পরিচয় প্রকাশ পেয়েছে। যেহেতু নাম দেয়া হয়ে গেছে এখন তিনি আর কিছুই করতে পারবেন না।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page