০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লায় ইউটার্নে ৪ জন নিহত: উল্টো পথে আসা হানিফ পরিবহনের সেই বাস জব্দ

  • তারিখ : ০৯:১৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 587

নেকবর হোসেন।।
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় হানিফ পরিবহনের সংশ্লিষ্ট বাসটি জব্দ করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার খাদঘর মানামা হোটেলের সামনের মাঠ থেকে বাসটি জব্দ করা হয়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবারের দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাসটি শনাক্ত করা হয়। ফুটেজে দেখা যায়, হানিফ পরিবহনের ঢাকা মেট্টো-ব-১২-২১৯৭ নম্বরের বাসটি উল্টো পথে চলাচল করছিল। এর কারণেই সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও জানান, বাসটি জব্দ করা হলেও চালক বা হেলপারকে পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই তারা বাস ফেলে রেখে পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানটি প্রাইভেটকারের ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান একই পরিবারের চারজন।

নিহতরা হলেন— কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে ব্যাংক এশিয়ার কর্মকর্তা মো. আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা আবুল হাশেম।

এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। তারা বর্তমানে ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে শুক্রবার রাতে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় কাভার্ড ভ্যান ও হানিফ পরিবহনের অজ্ঞাতনামা চালকদের আসামি করা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় ইউটার্নে ৪ জন নিহত: উল্টো পথে আসা হানিফ পরিবহনের সেই বাস জব্দ

তারিখ : ০৯:১৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

নেকবর হোসেন।।
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় হানিফ পরিবহনের সংশ্লিষ্ট বাসটি জব্দ করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার খাদঘর মানামা হোটেলের সামনের মাঠ থেকে বাসটি জব্দ করা হয়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবারের দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাসটি শনাক্ত করা হয়। ফুটেজে দেখা যায়, হানিফ পরিবহনের ঢাকা মেট্টো-ব-১২-২১৯৭ নম্বরের বাসটি উল্টো পথে চলাচল করছিল। এর কারণেই সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও জানান, বাসটি জব্দ করা হলেও চালক বা হেলপারকে পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই তারা বাস ফেলে রেখে পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানটি প্রাইভেটকারের ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান একই পরিবারের চারজন।

নিহতরা হলেন— কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে ব্যাংক এশিয়ার কর্মকর্তা মো. আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা আবুল হাশেম।

এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। তারা বর্তমানে ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে শুক্রবার রাতে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় কাভার্ড ভ্যান ও হানিফ পরিবহনের অজ্ঞাতনামা চালকদের আসামি করা হয়েছে।