০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ কুমিল্লা স্টেডিয়াম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আ’লীগের হামলায় আহত মহিলাদল নেত্রীকে দেখতে কুমিল্লায় সাবেক মন্ত্রী কায়কোবাদ খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন

কুমিল্লায় ইউটার্নে ৪ জন নিহত: উল্টো পথে আসা হানিফ পরিবহনের সেই বাস জব্দ

  • তারিখ : ০৯:১৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 630

নেকবর হোসেন।।
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় হানিফ পরিবহনের সংশ্লিষ্ট বাসটি জব্দ করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার খাদঘর মানামা হোটেলের সামনের মাঠ থেকে বাসটি জব্দ করা হয়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবারের দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাসটি শনাক্ত করা হয়। ফুটেজে দেখা যায়, হানিফ পরিবহনের ঢাকা মেট্টো-ব-১২-২১৯৭ নম্বরের বাসটি উল্টো পথে চলাচল করছিল। এর কারণেই সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও জানান, বাসটি জব্দ করা হলেও চালক বা হেলপারকে পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই তারা বাস ফেলে রেখে পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানটি প্রাইভেটকারের ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান একই পরিবারের চারজন।

নিহতরা হলেন— কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে ব্যাংক এশিয়ার কর্মকর্তা মো. আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা আবুল হাশেম।

এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। তারা বর্তমানে ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে শুক্রবার রাতে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় কাভার্ড ভ্যান ও হানিফ পরিবহনের অজ্ঞাতনামা চালকদের আসামি করা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় ইউটার্নে ৪ জন নিহত: উল্টো পথে আসা হানিফ পরিবহনের সেই বাস জব্দ

তারিখ : ০৯:১৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

নেকবর হোসেন।।
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় হানিফ পরিবহনের সংশ্লিষ্ট বাসটি জব্দ করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার খাদঘর মানামা হোটেলের সামনের মাঠ থেকে বাসটি জব্দ করা হয়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবারের দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাসটি শনাক্ত করা হয়। ফুটেজে দেখা যায়, হানিফ পরিবহনের ঢাকা মেট্টো-ব-১২-২১৯৭ নম্বরের বাসটি উল্টো পথে চলাচল করছিল। এর কারণেই সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও জানান, বাসটি জব্দ করা হলেও চালক বা হেলপারকে পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই তারা বাস ফেলে রেখে পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানটি প্রাইভেটকারের ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান একই পরিবারের চারজন।

নিহতরা হলেন— কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে ব্যাংক এশিয়ার কর্মকর্তা মো. আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা আবুল হাশেম।

এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। তারা বর্তমানে ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে শুক্রবার রাতে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় কাভার্ড ভ্যান ও হানিফ পরিবহনের অজ্ঞাতনামা চালকদের আসামি করা হয়েছে।