নিউজ ডেস্ক।।
কুমিল্লার মনোহরগঞ্জের কৃষক অযি উল্লাহকে (৫০) পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরীসহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে নিহতের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল করিম।
তিনি জানান, হত্যাকান্ডের অভিযোগে ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করলে আমি তা গ্রহণ করি। আসামিরা হলেন, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান মহিন উদ্দীন ও তার ভাই সালেহ আহাম্মদ, একই ইউনিয়নের মড়হ গ্রামের মোঃ রাজু, মোঃ ফারুক, মোঃ মহিন উদ্দীন, মোঃ সাব্বির, মোঃ আব্দুল হালিম(৩০), মোঃ হেলাল (৪০)। আসামিদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।
এর আগে সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মড়হ গ্ৰামে জমি দখল করে রাস্তা নির্মাণের সময় বাধা প্রদান করায় অযি উল্লাহ (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। নিহত অযি উল্লাহ মড়হ পশ্চিম পাড়ার মৃত আব্দুল মুনাফের ছেলে।
স্থানীয়রা জানান , মড়হ গ্রামের একটি সড়কের সম্প্রসারণ কাজ সম্প্রতি শুরু হয়। সম্প্রসারণের সময় ভূমি অধিগ্রহণ ছাড়া নিজের জমির ওপর রাস্তা করা হয় বলে অভিযোগ করেন অযি উল্লাহ। এ নিয়ে বিষয়টি মীমাংসার জন্য মড়হ পশ্চিম পাড়ায় লক্ষণপুর ইউপি চেয়ারম্যান মইন উদ্দিন চৌধুরী তার দলবল নিয়ে আসেন। এসময় অযিউল্লাহকে ডেকে নেন চেয়ারম্যান। চেয়ারম্যান তাকে জায়গাটি ছেড়ে দিতে বলেন। অযি উল্লাহ এতে রাজি না হওয়ায় চেয়ারম্যানের লোকজন তাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
ঘটনার বিষয়ে জানতে লক্ষণপুরের চেয়ারম্যান মইন উদ্দিন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে ক্ষুদে বার্তা পাঠালেও কোন উত্তর আসেনি।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে অযি উল্লার মরদেহ সমাহিত করা হয়।
আরো দেখুন:You cannot copy content of this page