কুমিল্লায় কোটা বিরোধী আন্দোলনে যাওয়ার পথে গুলিবিদ্ধ শিক্ষার্থী- নিয়ে গেছে মোবাইল ফোন

জহিরুল হক বাবু।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনে যাওয়ার সময় পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী আশরাফুল ইসলাম নাইম (১৮) গুলিবিদ্ধ হয়। তাঁর বাম পায়ের হাটুর নিচে গুলি লাগে। এতে পায়ের হাড় ভেঙ্গে যায়। সোমববার বিকেলে কুমিল্লা কোটবাড়ি জাদুঘর সড়কের মাথায় এ ঘটনা ঘটে।

নাইমের বাড়ি কুমিল্লা বরুড়া উপজেলার মহেশপুর গ্রামে। তাঁর বাবা আলী হোসেন দুবাইতে থাকেন। গুলিবিদ্ধ নাইম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যজুয়্যালিটি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের চিকিৎসক কামরুল হাসান মুন্সি। তিনি জানান, গুলিটি নাইমের বাম পায়ের হাটুর নিচে লেগেছে। এতে পায়ের হাড় ভেঙ্গে গুলিটি ভেতরে রয়ে গেছে। এ মুহুর্তে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরীক্ষা নিরিক্ষা শেষে পরবর্তী ধাপে তাঁর পায়ের অপারেশন করা হবে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দু’তলায় ক্যাজুয়েলটি বিভাগে গিয়ে দেখা যায়, বেডে শুয়ে আছেন নাইম। তাঁর চোখেমুখে আতংকের ছাপ স্পষ্ট।

গুলিবিদ্ধ নাইম জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন হবে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তিনি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিশ্ববিদ্যালয়মূখী সড়ক দিয়ে আন্দোলনে যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ গুলির শব্দ শোনে দৌড় দেন। কিছুদূর গিয়ে সড়কের পাশে পড়ে যান।

নাইম জানান, গুলির শব্দে প্রথমে তিনি কিছুই বুঝতে পারেননি। পরে বাম পা অবশ হয়ে গেলে তিনি সড়কের পাশে পড়ে গিয়ে জ্ঞান হারান। ওই সময় কারা যেন তাঁর মোবাইল নিয়ে নিয়ে যায়। পরে একটু জ্ঞান ফিরলে তিনি একপায়ে ভয় দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে কুমিল্লা মেডিলেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আসেন। তারপর তাকে চিকিৎসা দেয়া শুরু হয়।

গোলাগুলির বিষয় নিয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান জানান, তিনি গুলিবিদ্ধ নাইমের ঘটনা জেনেছেন। তবে কে বা কারা গুলি করেছে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page