কুমিল্লায় গণমিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ফয়সাল মিয়া, কুবি।।
কুমিল্লায় গণমিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় সর্বস্তরের মানুষদের।

শুক্রবার জুমার নামাজ শেষে নগরীর ঝাউতলা ছাতা মসজিদের সামনে থেকে শুরু হয়ে কুমিল্লা পুলিশ লাইন্সের সামনে হয়ে রেসকোর্স মোড়ে গিয়ে এ গণমিছিলটি শেষ হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনুষ্ঠিত গণমিছিলে বিপুলসংখ্যক শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নিতে দেখা গেছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরী কান্দিপাড় এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন কর্মসূচি চলমান থাকবেে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page